মতলব দক্ষিণে ৩টি ইটভাটায় দেড় লক্ষাধিক টাকা জরিমানা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার তিনটি ইটভাটায় লাইসেন্স ও ফসলী জমি কাটার দায়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৩১ জানুয়ারি সোমবার বিকেলে অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, লাইসেন্স না থাকা, কৃষি জমির মাটি কেটে ইট প্রস্তুত করা, কয়লা না পুড়িয়ে ইট তৈরী করাসহ বিভিন্ন অভিযোগে উপজেলার বাইশপুর এলাকায় সিএসবি ব্রীকস (মালিক বিল্লাল ফরাজী গং) ৫০হাজার টাকা, শাহপরান ব্রীকস ( রশিদ ফরাজী গং ) ৭০হাজার টাকা কেএসবি ( কাশেম গং) ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারী কমিশনার (ভুমি) সেটু কুমার বড়ুয়া বলেন, অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারায় তিনটি ইটভাটার মালিককে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই রফিক।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক, ৩১ জানুয়ারি ২০২২

Share