Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ২ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা
ইটভাটায়, পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা

কচুয়ায় ২ ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা

চাঁদপুর কচুয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ইটভাটায় দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

৩ ফেব্রুয়ারি সোমবার পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে কচুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব একি মিত্র চাকমা এর নেতৃত্বে ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন ১. মেসার্স এম এ বি ব্রিকস, বাছাইয়া পালাখাল, এক লাখ পঞ্চাশ হাজার টাকা ২. মেসার্স এম এস ব্রিকস, কৈটোর কে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক তাৎক্ষনিক আদায় করা হয়।

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ,এইচ,এম,রাসেদ, নমুনা সংগ্রহকারী জনাব মোঃ মোবারক হোসেন। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব উত্তম কুমার। মোবাইল কোর্ট পরিচালনাকালে ইটভাটা মালিকদের অবৈধভাবে ইটভাটা পরিচালনা না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব এ,এইচ,এম, রাসেদ জানান, চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। অভিযানে কচুয়া থানা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করে।

স্টাফ করেসপন্ডেট