শাহরাস্তির বানিয়াচোঁ গ্রামের শুক্রবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় কুমিল্লা পলিটেকনিকের প্রাক্তন ছাত্র ও কাদেনা স্পোর্টসওয়্যার লি.এর ইলেট্রিশিয়ান ইঞ্জি.খন্দকার শাহ পরানকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বানিয়াচোঁ এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে উপস্থিত অংশ নেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো.কামরুজ্জমান মিন্টু, মেহার ইউনিয়ন চেয়ারম্যান মো. মনির হোসেন,আর্ন্তজাতিক মানবাধিকার সংস্থার চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান প্রভাষক খন্দকার মো.শামসুল আলম সুজন,অ্যাড.শাহ আলম,সাংবাদিক মো.রফিকুল ইসলাম পাটওয়ারী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
প্রসঙ্গত, ৫ এপ্রিল ২০১৭ তাকে নির্মম ভাবে হত্যা করে তার লাশ কুমিল্লা কোটবাড়ি এলাকায় রেখে যায়। এ দিকে নিহতের বড় ভাই প্রভাষক খন্দকার শামসুল আলম বাদী হয়ে কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-১৩৯/১৭।
প্রতিবেদক- মো. মাহবুব আলম
আপডেট, বাংলাদেশ সময় ৬: ০৩ পিএম, ২২ এপ্রিল ২০১৭, শনিবার
ডিএইচ