চাঁদপুর-৫ মনোনয়নপত্র দাখিল করেছেন ইঞ্জি. মমিনুল হক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জি. মমিনুল হক।সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তার মনোনয়নপত্র দাখিল করেন।

এর আগে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৃথকভাবে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন এবং সহকারী রিটার্নিং অফিসার ও শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনের কাছে মনোনয়নপত্রের অনুলিপি জমা দেন।

এসময় উপজেলা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।