‘ইঞ্জি. মমিনুল হক নির্বাচিত হলে আপনাদের সকল দাবী পূরণ হবে’
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তফা খান সফরী বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের স্বার্বভৌমত্বের প্রতীক। যিনি বাংলাদেশের গণতন্ত্র রক্ষার আন্দোলনে আপোষহীন। মৃত্যুকে উপেক্ষা করে তিনি দেশ এবং দেশের মানুষের জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ফলে বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে তাঁকে সম্মান করেন, ভালোবাসেন।
১৪ ডিসেম্বর রোববার বিকেলে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের নির্বাচনী পথসভায় বিশেষ অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
হাজীগঞ্জ বাকিলা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় মোস্তফা খান সফরী আরো বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে তারেক রহমান যাদেরকে সহযোগী হিসেবে নির্বাচিত করেছেন, তাদের মধ্যে অন্যতম ইঞ্জিনিয়ার মোঃ মুমিনুল হক। যিনি আওয়ামী দুঃশাসনের মধ্যেও চাঁদপুর জেলা বিএনপির নেতৃত্ব দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের প্রার্থী হয়েছেন। তার কাছে এই এলাকার মানুষের অনেক দাবি আছে। আমি বিশ্বাস করি, ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক নির্বাচিত হলে আপনাদের সকল দাবী-দাওয়া পূরণ করবেন। এই আসনটিকে তিনি উন্নত-সমৃদ্ধ এবং মর্যাদাশীল এলাকায় হিসেবে গড়ে তুলবেন।
মোস্তফা খান সফরী আরো বলেন, আমি ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হকের দীর্ঘদিনের সহযোদ্ধা হিসেবে কথা দিতে পারি, তিনি আপনাদের সম্মান রাখবেন। তিনি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার ওয়াদা দিয়েছেন। সেই ওয়াদা রক্ষা করা দায়িত্ব আপনাদের। তাই আপনাদের প্রতি আমার দাবী রইল, সর্বোচ্চ ভোটে ইঞ্জিনিয়ার মমিনুল হককে নির্বাচিত করবেন। আমাদের মনে রাখতে হবে, এবারের নির্বাচনে ধানের শীষ জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে।
ধানের শীষের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের ধানের শীষের পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মমিনুল হক। এসময় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আশিক বিন রহিম:/