সংবাদ শিরোনাম
Home / শীর্ষ সংবাদ / আজকের সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে : ইঞ্জি. মমিনুল হক
সমাবেশ

আজকের সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে : ইঞ্জি. মমিনুল হক

স্বৈরাচার আওয়ামী লীগ সরকার পতন গনঅভ্যুত্থানে এক বছর ফুর্তি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিজয় মিছিলের আয়োজন করা হয়। ৪ আগস্ট সোমবার বিকালে এ উপলক্ষে হাজীগঞ্জ পাইলট সরকারি স্কুল এন্ড কলেজ মাঠ থেকে শুরু করে হাজীগঞ্জ বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা জুড়ে কয়েক হাজার নেতাকর্মীর গণমিছিলে যোগ দেন কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,অনেক ছাত্র জনতার শহীদের রক্তের বিনিময়ে অর্জিত নতুন বিজয়ের সৃচনা। সেই শহীদদের স্বরণে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত স্মৃতি পালন করে আসছে। আজকের এ সমাবেশ সর্বকালের স্মৃতিচারণ হয়ে থাকবে। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনা গত প্রায় দেড় যুগ ধরে দেশটাকে গনতন্ত্রের নামে একক ক্ষমতার অপব্যবহার করে এসেছিলো। ২০২৪ সালে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী স্বৈরাচার পতন করতে গিয়ে নানা মিথ্যা মামলা হামলার স্বীকার হয়েছে। আমাদের নেতা তারেক রহসানের নেতৃত্বে আগামি দিনে দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব দেখতে পাবে নতুন এ বাংলাদেশ। সেই লক্ষে বিএনপির তৃনমুল থেকে শুরু করে কেন্দ্রীয় বিএনপির নেতৃত্ব সুসংগঠিত অবস্থায় তৈরি হয়েছে। আমরা এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবো।

বিগত স্বৈরাচার আন্দোলনে আমাদের বিএনপির কর্মী আজাদ সরকার জীবন দিয়েছে। অনেক নেতৃবৃন্দ আহত হয়েছে। আমরা তাদের পাশে আছি এবং থাকবো।

বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে। এর ফল হিসেবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। সে কারনে আজ দেশে সঠিক গণতন্ত্র ফিরে এসেছে।

৪ আগস্ট সোমবার বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে গণঅভ্যর্থনের বিজয় মিছিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে লায়ন ইঞ্জি. মমিনুল হক আরো বলেন, আমরা যারা দলের নাম পদ পদবীর বাহবা দিয়ে চলাফেরা করছি আপনারা সাবধান হয়ে যান। মানুষের সাথে এমন কিছু করবেন না যেটা মানুষের কষ্টের কারন হয়ে না দাড়ায়। সকল দলের মধ্যে ভালো খারাপ কিছু ব্যক্তি আছে তেমনি বড় দল হিসাবে বিএনপির মধ্যেও থাকতে পারে। তাই আমি বলবো আমার কাছে কোন অভিযোগ আসার আগেই আপনার নিজেকে শামিল করে রাখবেন। আগামি দিনের চেতনা হোক গনতান্ত্রিক সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা।সেই লক্ষে আমরা বিএনপির পক্ষে থাকবো।

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারীর সঞ্চালনায়, উক্ত বিষয় মিছিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ পৌরসভার সকল ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপির কয়েক হাজার তৃনমূল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/ ৪ আগস্ট ২০২৫