কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ,আইডিইবি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব। তিনি এবারসহ টানা দ্বিতীয় বারের মতো এ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পেয়েছেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড সোমবার কচুয়ার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেবকে সভাপতি করে ৫ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি অনুমাদন দেন।
বিশিষ্ট সমাজ সেবক মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব বলেন,মাদ্রাসার শিক্ষার্থীদের শিক্ষার গুনগত মান উন্নয়নের পাশাপশি অবকাঠামো খাতে অনেক উন্নয়ন করেছি।ভবিষ্যতে আরো মানসম্পন্ন শিক্ষা উপহার দেওয়ার জন্য শিক্ষক ,শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।
এদিকে ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব পুনরায় ওই মাদ্রাসার সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ ।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,২৩ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur