Home / সারাদেশ / ইঞ্জিনিয়ার শাহ পরান হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন
ইঞ্জিনিয়ার শাহ পরান হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

ইঞ্জিনিয়ার শাহ পরান হত্যার বিচারের দাবিতে চাঁদপুরে মানববন্ধন

মানবাধিকার সংস্থা এর কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার খন্দকার মো. শাহ পরান হত্যাকান্ডের বিচারের দাবিতে সারাদেশের ন্যায় চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পরিবারের লোকজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন-মানবাধিকারের চট্টগ্রাম বিভাগের চেয়ারম্যান প্রভাষক শামছুল আলম (সুজন), প্রচার সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

কুমিল্লা ইপিজেডের ‘কাদে না স্পোর্টসওয়্যার লিমিটেড’ এর ইলেকট্রিশিয়ান ও কুমিল্লা সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে ২০১৩ সালে ইকেকট্রনিক্সে মেধা তালিকায় প্রথম হয়ে পাশ করা ছাত্র ইঞ্জিনিয়ার খন্দকার শাহ পরানকে পৈশাচিকভাবে হত্যার প্রতিবাদে এবং অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সাংবাদিক, মানবাধিকার কর্মী, রাজনীতিবীদ, সুশীল সমাজ, চিকিৎসক, বুদ্ধিজীবি, বিভিন্ন স্তরের নারী সমাজ এ হত্যাকান্ডের বিচারের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

নিহতের ভাই হত্যাকাণ্ডের লোমহর্ষক বিবরণ দিয়ে শাহ পরান হত্যার বিচারের দাবি জানান।

প্রেস বিজ্ঞপ্তি
আপডেট, বাংলাদেশ সময় ৮: ০৩ পিএম, ২৬ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply