চাঁদপুর শহরের শিশু শিক্ষার অনন্য বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি শনিবার উৎসব মুখর পরিবেশে বিদ্যালয় প্রাঙ্গনে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়। দুই পর্বের অনুষ্ঠানে সকালে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহর প্রতিনিধি জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ আজিজুর রহমান।
বিকেলে পুরস্কার বিতরণ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লায়ন মোঃ গোলাম হোসেন টিটো।
ইকরা মডেল একাডেমীর উপদেষ্টা মোঃ ফারুক মৃধার সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাধারণ সম্পাদক এমএ লতিফ, এস এন্ড ডি সুইট হোম ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ লতিফ তপাদার।
দুই পর্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আবদুর রহমান, এমপিও ভুক্ত শিক্ষক ফোরাম চাঁদপুর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান, ষোলঘর আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ ওমর ফারুক, সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, চাঁদপুর সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস, সহ-সভাপতি কবিতা সাহা, শতরূপা নৃত্য শিক্ষালয়ের অধ্যক্ষ অনিমা সেন চৌধুরী, সমাজসেবক নাজমুল আহসান, ফেরদাউস গাজী, মামুন খান। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফৌজিয়া আকতার। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের প্রাথমিক শাখার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এবং সংস্কৃতি চর্চার সুযোগ করে দিতে হবে। ছোটবেলা থেকেই তাদের ভেতরে জয় পরাজয়ের মনোভাব সৃষ্টি করতে হবে। তাদের সামনে আগামীর সুন্দর পথ সৃষ্টি করে দিতে হবে। তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আমাদের সন্তানরা সুশিক্ষিত হলে তারা দেশের সুনাগরিক হয়ে উঠবে। এবং এরাই একসময় আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে।
বক্তারা আরো বলেন, চাঁদপুর শহরের মধ্যে অন্যতম একটি আলোকিত বিদ্যাপীঠ ইকরা মডেল একাডেমী। এই বিদ্যালয়ের পাঠদান এবং সহশিক্ষার কার্যক্রম প্রশংসার দাবি রাখে। আমরা এই বিদ্যালয় এবং শিক্ষার্থীদের সাফল্য কামনা করছি।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারা বেগম, রাবেয়া সুলতানা, রাহিমা আক্তার, রেজাউল করিম, রুই আজমানিকা, মরিয়ম খানম, শিল্পী ঘোষ, ইসমাইল হোসেন, নাসরিন আক্তার, বিলকিস আরা, মরিয়ম আক্তার, বৃষ্টি আক্তার, সুমিত কুমার দত্ত, শুভ্র রক্ষিত, শামিমা সুলতানা, মোহাম্মদ ফয়সল, নাসিমা আক্তার, ফাতেমা আক্তার, মাওলানা আবদুর রাউফ, মানছুরা আক্তার, রুবাই য়াত সারমিন, বিলকিস আক্তার পিহা, রুবি আক্তার, ফাতেমা আক্তার সুমি, রহিমা আক্তার বন্যা, বৈশাখী রায়, মেহেদী হাসান, মাহমুদুর রহমান, মো: সাদ্দাম হোসেন।
দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা বেশ কয়েকটি ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এছাড়াও শিক্ষার্থীদের অংশগ্রহণে মনমুগ্ধকর ডিসপ্লে এবং নৃত্য পরিবেশন আমন্ত্রিত অতিথিদের মুগ্ধ করে। সবচেয়ে মজার ইভেন্ট ছিল ক্ষুদে শিক্ষার্থীদের যেমন খুশি তেমন সাজ এবং অভিভাবকদের আনন্দঘন প্রতিযোগিতায় অংশগ্রহণ। ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বিদ্যালয়ে প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হয়। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
৩১ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur