চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইকরা আদর্শ কেজি স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপি বার্ষিক ক্রিড়া ও পুরস্কার বিতরণ রোববার (২৬ মার্চ) বেলা ১২ টায় অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মো. বরকত উল্যাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, পরিচালক ও সভাপতি পীরজাদা মাওলানা মুহাম্মাদ মাহফুজ উল্যাহ খান ইউসূফী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগাদী আহঅমাদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু আব্দুল¬াহ মুহাম্মাদ খান, ইব্রাহীমপুর ইউপি সচিব পীরজাদা মো. সালামত উল্যাহ খানস শাহিন, বাগাদী ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সেক্রেটারী মাও. জাকির হোসেন হিরু, বাগাদী ইউনিয়নের কাজী পীরজাদা মাওলান মো. আশেকুল আরেফিন খান নাহিদ, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. সাইফুল¬াহ, দৈনিক চাঁদপুর জমিনের ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাসুদ আলম বাগাদী ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন গাজী, পূর্ব গুলিশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান সালেহী, ব্যাংকার মো. আবু সায়েম মিয়া, অনলাইন পোর্টাল চাঁদপুর টাইমসের মডারেটর আহম্মদ উল্যাহ, বিদ্যালয়ের সাবেক ছাত্র মো. রাকিব উল্যাহ খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম খাঁন, সহকারী শিক্ষক মো. হিজবুল্লাহ তালুকদার, সোহরাব দেওয়ান, খাদিজা আক্তার, আসমা বিল্লাহ, শাহানাজ আক্তার, নাসমিন আক্তারসহ অভিবাবক ও শিক্ষার্থীবৃন্দ।
শেষে বিজয়ীদের মাঝে প্রায় ৩ শতাধিক পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ১১: ২০ পিএম, ২৬ মার্চ ২০১৭, রোববার
এইউ