চাঁদপুর সদর বাগাদী ইকরা আদর্শ কেজি স্কুলে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১২ টায় রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খাঁন ইউসুফী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম খাঁনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক সুদীপ্ত চাঁদপুরের স্টাফ রিপোর্টাল হোসাইন মো. ইয়াসিন, দৈনিক চাঁদপুুর খবরের চীফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল চাঁদপুর টাইমসের মডারেটর আহম্মদ উল্যাহ, সহকারী শিক্ষক মো. হিজবুল্লাহ তালুকদার, সোহরাব দেওয়ান, খাদিজা আক্তার, আসমা বিল্লাহ, শাহানাজ আক্তার, নাসমিন আক্তার।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, জাতিকে মেধাশুন্য করার ষড়যন্ত্র প্রতিরোধে শিক্ষার্থীদেরকে মেধাবী হতে হবে, ইতিহাস জানতে হবে, জাতীয় দায়িত্ব গ্রহন করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক ও ছাত্র-ছাত্রী বিন্দু।
শিশুদের রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা শেষে বিদায়ীদেরকে পুরস্কৃত করা হয়।
করেসপন্ডেন্ট
আপডেট, বাংলাদেশ সময় ০৭: ৩০ পিএম, ২৫ মার্চ ২০১৭, শনিবার
এইউ