চাঁদপুর জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটিতে পুনরায় সিনিয়র সহ-সভাপতি হিসাবে আলহাজ্ব ইউসুফ গাজীকে নির্বাচিত করায় ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বুধবার (২৯ নভেম্বর) সকালে তার নিজ বাস ভবনে জেলা যুবলীগের সাবেক সদস্য আসলাম মাঝি, কাতার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন গাজী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিব মাঝি, থানা যুবলীগ নেতা চারু মাঝিসহ থানা যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ এ ফুলেল শুভেচ্ছা জানান।
প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর চাঁদপুর জেলা আওয়ামী লীগের ৭৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ২১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটিও রয়েছে।
প্রধানমন্ত্রী স্বাক্ষরিত এ তালিকায় পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদকে সভাপতি, মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলালকে সাধারণ সম্পাদক করা হয়।
প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১১:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৭, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur