Home / চাঁদপুর / ইউপি সচিবদের সাথে চাঁদপুর সদর ইউএনওর মতবিনিময়
ইউপি সচিবদের সাথে চাঁদপুর সদর ইউএনওর মতবিনিময়

ইউপি সচিবদের সাথে চাঁদপুর সদর ইউএনওর মতবিনিময়

উপজেলার নবাগত নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমার সাথে চাঁপুর সদর উপজেলার ইউনিয়ন পরিষদের সচিবদের সাথে মতবিনিময় সভা সোমবার (১২জুন) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা পরিষদের নবাগত নিবার্হী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের সচিবরা একে অপরকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভায় সভাপতির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবাগত নিবার্হী কর্মকর্তা কানিজ ফাতেমা ।

তিনি বলেন আপনারা জনগণের সেবা করে থাকেন । তাই জনগণ যেন সঠিকভাবে সেবা সে বিষয়ে কাজ করতে হবে। আমি চাই মানুষের সেবা মাধ্যেমে সদর উপজেলা ইউনিয়ন পরিষদগুলো আর্দশ ইউনিয়ন পরিষদ হিসেবে লাভ করবে। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, প্রত্যেক সচিবদের ইমেল আই ডি থাকতে হবে। আপনারা আর্থিক লেনদেনসহ প্রত্যেক কাজেই প্রমাণ করবেন । ডিজিটাল ইউনিয়ন গড়ে তুলতে হবে। সকলকে কম্পিউটারের বিষয়ে অভিজ্ঞ হতে হবে । যারা কম্পিউটার চালাতে পারে না তাদের যারা কম্পিউটার চালানো শিখতে হবে। প্রয়োজনে আপনাদের প্রশিক্ষণ দেয়া হবে। জনগনের সেবা জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন।সকলকে পরিষদের উন্নয়নে কাজ করতে হবে। অনলাইনের কর্যক্রম সঠিক ভাবে করবেন।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের সচিব আনোয়ার হোসেন টিটু,আশিকাটি ইউনিয়ন পরিষদের সচিব সুলতান মাহমুদ, কল্যানপুর ইউনিয়ন পরিষদের সচিব জসিম উদ্দিন, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের সচিব আব্দুল কুদ্দুস রোকন, রামপুর ইউনিয়ন পরিষদের সচিব মহিবুল হাসান নিকু, মৈশাদী ইউনিয়ন পরিষদের সচিব আবু বকর সিদ্দিক মানিক, তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদের সচিব তাসলিমা আক্তার ,বাগাদী ইউনিয়ন পরিষদের সচিব রাকিব হোসেন রুবেল, বালিয়া ইউনিয়ন পরিষদের সচিব মুনছুর আহমেদ,লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের সচিব আলমগীর হোসেন, ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদের সচিব সালামত খান শাহীন,চান্দ্রা ইউনিয়ন পরিষদের সচিব বিল্লাল হোসেন,হানারচর ইউনিয়ন পরিষদের সচিব প্রবাহ চন্দ্র ঘোষ, রাজরাজেশ্ব ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান।

প্রতিবেদক- আনোয়ারুল হক
: আপডেট, বাংলাদেশ সম ৮: ৫০ পিএম, ১২ জুন ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply