আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ জোটের শরিক দলগুলো শিগগির নির্বাচনী প্রচারণায় অংশ নেবে।’
এবার মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।
নিউজ ডেস্ক || আপডেট: ১০:২৫ অপরাহ্ন, ১৯ ফেব্রুয়ারি ২০১৬, শুক্রবার
এমআরআর