কচুয়ায় শপথ নিলেন নবনির্বাচিত ১২ ইউপি চেয়ারম্যান

পঞ্চম ধাপে অনুষ্ঠিত ৫ জানুয়ারির ইউপি নির্বাচনে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানগণ শপথ নিয়েছেন।

১৬ ফেব্রুয়ারি বুধবার বেলা ১১টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ তাদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে হাইমচর, ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়ী ৩১ জন চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর ও চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান।

উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক দাউদ হোসেন, পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন।

শপথ নেয়া চেয়ারম্যানরা হচ্ছেন- সাচার ইউপিতে মনির হোসেন, পাথৈর ইউপিতে মো. আলী আক্কাস মোল্লা, বিতারা ইউপিতে ইসহাক সিকদার, পালাখাল মডেল ইউপিতে হাবিবুর রহমান মজুমদার জয়, পশ্চিম সহদেবপুর ইউপিতে মো. আলমগীর হোসেন, কচুয়া উত্তর ইউপিতে এম. আখতার হোসাইন মজুমদার, কচুয়া সদর ইউপিতে খন্দকার আরিফুজ্জামান আরিফ, কাদলা ইউপিতে নূরে-ই আলম রিহাত, কড়ইয়া ইউপিতে আব্দুস ছালাম সওদাগর, গোহট উত্তর ইউপিতে কবির হোসেন, গোহট দক্ষিন ইউপিতে আমির হোসেন ও আশ্রাফপুর ইউপিতে রেজাউল মাওলা হেলাল মুন্সী।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ ফেব্রুয়ারি ২০২২

Share