Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জের হাদীসহ ১০ ইউপি চেয়ারম্যান বিদেশ সফরে যাচ্ছেন
হাজীগঞ্জের হাদীসহ ১০ ইউপি চেয়ারম্যান বিদেশ সফরে যাচ্ছেন

হাজীগঞ্জের হাদীসহ ১০ ইউপি চেয়ারম্যান বিদেশ সফরে যাচ্ছেন

স্থানীয় সরকারের তৃণমূল এবং সবচেয়ে কার্যকারী প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ১ম ব্যাচে ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং ৪ জন ইউনিয়ন পরিষদ সচিবকে ১৭-২৬ আগস্ট ভারত এবং মালয়েশিয়া সফরে পাঠাচ্ছেন বাংলাদেশ সরকার।

এর মধ্যে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজাগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান মো. হাদী মিয়া এ সফরের অন্তর্ভুক্ত হয়েছেন।

এ সফর ইউনিয়ন পরিষদকে আরো শক্তিশালী করবে । ইউনিয়ন পরিষদের সেবার মান আরো বৃদ্ধি পাবে। ইউনিয়ন পরিষদ স্থানীয় সরকার কাঠামোর সবচেয়ে কার্যকারী এবং গণমুখী প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানে জনসাধারণ সরাসরি কম খরচে স্বল্প সময়ে বিনা হয়রানীতে সেবা পেয়ে আসছে। প্রধানমন্ত্রীর স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ গড়ায় সবচেয়ে অগ্রণী ভুমিকা পালন করেছে ইউনিয়ন পরিষদ।

ইউনিয়ন ডিজিটাল সেন্টার বিশ্বে এখন রোল মডেল । ২০১১ সাল থেকে ইউনিয়ন পরিষদ সফল ভাবে ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিচালনা করে আসছে। সরকারের গণমুখী যে কোনো কর্মসূিচ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদ সক্ষম, সরকারের এ ধারনার প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদকে অধিকতর ক্ষমতায়ন ও ইউনিয়ন পরিষদের সরকারী একমাত্র্র কর্মকর্তা ইউনিয়ন পরিষদ সচিবকেও শিক্ষা সফরে এ প্রথম অন্তর্ভুক্ত করেছেন সরকার ।

শিক্ষা সফরে তালিকাভুক্ত ইউপি চেয়ারম্যানরা ১। মো: মাহামুদ হোসেন, চেয়ারম্যা সৌলজালিয়া ইউনিয়ন পরিষদ কাঠালিয়া ঝালকাঠি, ২। মো: আবদুল লতিফ চেয়ারম্যান, কাপ্তাই রাঙ্গামাটি। ৩। আবু হোসেন ভুইয়া রানু চেয়ারম্যান, রূপগঞ্জ নারায়নগঞ্জ, ৪। ফকির মো: বেলায়েত হোসনে চেয়ারম্যান, কানাইপুর ফরিদপুর, ৫। মাসুদ পারভেজ লিটন চেয়ারম্যান, ডামুডিয়া শরীয়তপুর, ৬। এ কে এম আবদুল করিম খান চেয়ারম্যান, কাঞ্চনপুর , রামগঞ্জ লক্ষ্মীপুর, ৭। গোলাম হাফিজ মৃধা চেয়ারম্যান, নলচিড়া গৌরনদী বরিশল, ৮। সুলতান আহম্মেদ চেয়ারম্যান, আমরাগাছিয়া, মির্জাগঞ্জ পটুয়াখালী, ৯। মো: হাদি মিয়া, চেয়ারম্যান রাজাগঞ্জ উত্তর, হাজিগঞ্জ চ্্াঁদপুর, ১০। আবু সুফিয়ান চেয়ারম্যান, আকাটোনা মৌলভী বাজার সদর।

ইউপি সচিবরা হলেন ১। মো: কামরুজ্জামান দিদারুল করিম , সচিব ভ্ওায়াল ইউপি সালতা ফরিদপুর ২। মো: সোহেলুর রহমান ইউপি সচিব যাদবপুর, শখিপুর টাঙ্গাইল, ৩। মো: বশিরুল আলম সচিব জিন্দাগর ইউপি চরফ্যাসন ভোলা ৪। মো: আবদুল মতিন সচিব হাপানিয়া ইউপি নওগা সদর।

এ জন্য বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ মো: হাবিবুর রহমান ও মহাসচিব জনাব মো: মাসুদ পারভেজে সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।

: আপডেট, বাংলাদেশ সময় ১১:৫৯ এএম, ৮ আগস্ট ২০১৬, সোমবার
এজি/ডিএইচ

Leave a Reply