চাঁদপুরের শাহরাস্তিতে তৃতীয় দিনে ১০ ইউপিতে ৩৬ চেয়ারম্যানসহ ৪১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের চতুর্থ ধাপে নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী শাহরাস্তিতে তৃতীয় দিনে ১০ ইউপিতে ৩৬ জন চেয়ারম্যান,সংরক্ষিত আসনে ৭৯ জন প্রার্থী ও সাধারণ সদস্য ৩০৪ জন প্রার্থীসহ মোট ৪১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
১৭ নভেম্বর বুধবার পর্যন্ত নির্বাচন রিটানিং অফিসারের কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানায়,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে তৃতীয় দিন পর্যন্ত ৩৬ চেয়ারম্যান, সংরক্ষিত সদস্য ও সাধারণ সদস্যসহ ৩৮৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গত ১০ নভেম্বর বুধবার ৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামি ২৩ ডিসেম্বর ২০২১ এ ধাপের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর বৃহস্পতিবার, মনোনয়নপত্র বাছাই ২৯ নভেম্বর সোমবার । প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৬ ডিসেম্বর সোমবার । প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর মঙ্গলবার। ভোটগ্রহণ ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার।
প্রতিবেদক: মো. জামাল হোসেন, ১৭ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur