শাহরাস্তিতে ৩ দিনব্যাপি ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণ কোর্স সম্পন্ন হয়েছে। ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এন আই এল জি) আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে তিন দিনব্যাপি প্রথম ব্যাচের কোর্স সম্পন্ন হয়।
অবহিতকরণ কোর্সে অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. দাউদ হোসেন চৌধুরী।
৯ ডিসেম্বর কোর্সের সমাপনি দিন বুধবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ দিনব্যাপি এ কোর্সের (১ম ব্যাচ) সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ জহিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রতিবেদক : জামাল হোসেন, ৯ ডিসেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur