Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / তৃতীয় ধাপে মতলব উত্তর ও দক্ষিণের যেসব ইউনিয়নে ভোট
ইউনিয়নে
ফাইল ছবিঃ চাঁদপুর টাইমস

তৃতীয় ধাপে মতলব উত্তর ও দক্ষিণের যেসব ইউনিয়নে ভোট

আগামী ২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলার ১৪টি ও মতলব দক্ষিণে ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১০০৭টি ইউপি ও ১০ পৌরসভায় আগামী ২৮ নভেম্বর নির্বাচন। তার মধ্যে মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার ১৮টি ইউনিয়ন রয়েছে।

১৪ অক্টোবর বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে এক সাংবাদ সম্মেলনে ইসি সচিব মো. ন্ডমায়ুন কবীর খোন্দকার এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।

মতলব উত্তর উপজেলা ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। ১৪টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এখনও বাকী রয়েছে ছেংগারচর পৌরসভার নির্বাচনের তফসিল।

২৮ নভেম্বর মতলব উত্তর উপজেলা ১৪টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। ইউনিয়নগুলো হলো- ষাটনল, বাগানবাড়ি, সাদুল্ল্যাপুর, দূর্গাপুর, কলাকান্দা, মোহনপুর, এখলাছপুর, জহিরাবাদ, ফতেপুর(পূর্ব), ফতেপুর(পশ্চিম), ফরাজীকান্দি, ইসলামাবাদ, সুলতানাবাদ ও গজরা।

মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর,নায়েরগাঁও দক্ষিণ,উপাদী উত্তর ও উপাদী দক্ষিণ ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

ইসি সচিব জানান, এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২ নভেম্বর, যাচাই-বাচাই ৪ নভেম্বর, প্রত্যাহারের শেষ সময় ১১ নভেম্বর এবং ভোট গ্রহন ২৮ নভেম্বর।

স্টাফ করেসপন্ডেট, ১৪ অক্টোবর ২০২১