হাজীগঞ্জ-শাহরাস্তিতে ২১ ইউনিয়নে ভোট যুদ্ধ শুরু

আজ ২৬ ডিসেম্বর রোববার ১১ ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে । চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউপি নির্বাচনের প্রিজাইডিং,সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারগণের প্রশিক্ষণ হয়েছে। কেন্দ্রের জন্য ১ জন প্রিজাইডিং,প্রতি বুথের জন্যে ১ জন সহকারী প্রিজাইডিং ও ২ জন পোলিং অফিসার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, চাঁদপুর।

হাজীগঞ্জ উপজেলায় কেন্দ্র ১০৯টি ও কক্ষ ৬২৩ টি। ফলে ১০৯ জন প্রিজাইডিং অফিসার, ৬২৩ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১,২৪৬ জন পোলিং অফিসারগণকে ১ দিনের প্রশিক্ষণ দেয়া হয় । নির্বাচনকে কেন্দ্র করে সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে ।

হাজীগঞ্জের রাজারগাঁও ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। গতকাল হাজীগঞ্জে ১১ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ৩০ ও আওয়ামী লীগে বহিস্কার ৩ প্রার্থীও মাঠে রয়েছে ।

চাঁদপুরের হাজীগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে ১১টি ইউনিয়নে চেয়ারের জন্য লড়ছেন ৩০ জন প্রার্থী। নৌকা প্রতীকের ১১ জনের বাহিরে স্বতন্ত্র পরিচয়ে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে বিভিন্ন প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের বিদ্রোহী ও জাতীয়তাবাদী দল বিএনপির ১৯ জন প্রার্থী।

হাজীগঞ্জে আওয়ামী লীগের মনোনীত নৌকার ১১ প্রার্থী

উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থীরা হলেন: ১ নম্বর রাজারগাঁও ইউপিতে আ.হাদী মিয়া, ২ নম্বর বাকিলা হাবিবুর রহমান লিটন, ৩ নম্বর কালচোঁ উত্তর মানিক হোসেন প্রধানীয়া, ৪ নম্বর কালচোঁ দক্ষিণ আক্তার হোসেন মিকন, ৫ নম্বর হাজীগঞ্জ সদরে আলহাজ্ব সফিকুর রহমান মীর,৬ নম্বর বড়কূল পূর্ব আহসান হাবিব,৭ নম্বর বড়কূল পশ্চিম বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী, ৮ নম্বর হাটিলা পূর্ব মোস্তফা কামাল, ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর কাজী নুরুল রহমান বেলাল,১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ গিয়াসউদ্দিন বাচ্চু ও ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নে মজিবুর রহমান।

জানা গেছে, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা ও বিদ্রোহী প্রার্থী ঠেকাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২০১৬ সালে দলীয় গঠণতন্ত্র সংশোধন করে দলের প্রতীকের বিরুদ্ধ নির্বাচন করা দলীয় নেতাদের সরাসরি বহিষ্কারের ধারা অন্তর্ভুক্ত করে। এরপর থেকে এ ধারা অনুযায়ী বিদ্রোহী প্রার্থীদের বহিস্কার শুরু হয়।

এবারের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হয়ে লড়ছেন এমন তিন প্রার্থীকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। এরা হলেন ১ নম্বর রাজারগাঁও ইউনিয়নের রফিকুল ইসলাম ৮নম্বর হাটিলা ইউনিয়নে সোহরাব হোসেন মিয়াজী ও ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে রফিকুল ইসলাম মিলিটারি।

অপর দিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা না থাকার অভিযোগে বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে আর কোনো ভোটে অংশ না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কিন্তু স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে দেখা গেছে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র পরিচয়ে মাঠে নেমেছেন বিএনপির প্রার্থীরা। সারা দেশের ন্যায় এর ব্যতিক্রম হাজীগঞ্জেও দেখা যায়নি। বিভিন্ন ইউনিয়নে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ স্বতন্ত্র প্রার্থী হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

হাজীগঞ্জে নির্বাচনি প্রতিদ্বন্দ্বীতায় স্বতন্ত্র হিসাবে আওয়ামী লীগের পদধারী ও সমর্থক প্রার্থীদের মধ্যে রাজারগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক আনারস প্রতীকে মো. রফিক পাটওয়ারী, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক আনারস প্রতীকে মো. জাহাঙ্গীর হোসেন ফরাজী, হাজীগঞ্জ সদর ইউনিয়ন যুবলীগের (পূর্ব) সাধারণ সম্পাদক আনারস প্রতীকে ইউসুফ প্রধানীয়া সুমন,বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনারস প্রতীকে মজিবুর রহমান মজিব নির্বাচনী মাঠে রয়েছেন।

হাটিলা পূর্ব ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান চশমা প্রতীকে সোহরাব হোসেন মিয়াজী,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনারস প্রতীকে রফিকুল ইসলাম মেলেটারী এবং একই ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান চশমা প্রতীকে মো.ইউনুছ মিয়া,হাটিলা পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোটরসাইকেল প্রতীকে মোহাম্মদ আলী নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপর দিকে বিএনপির পদধারী ও সমর্থক প্রার্থীদের মধ্যে রাজারগাঁও ইউনিয়নে বিএনপির সহ-সভাপতি চশমা প্রতীকে মো. সিদ্দিকুর রহমান,বাকিলা ইউনিয়নে উপজেলা বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ঘোড়া প্রতীকে মো.জুলহাস মিয়া, একই ইউনিয়নে উপজেলা যুবলদলের যুগ্ম আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকে মিজানুর রহমান মিলন, কালচোঁ দক্ষিণ ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন ঘোড়া প্রতীকে নির্বাচনী মাঠে রয়েছেন।
বড়কুল পশ্চিম ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য আনারস প্রতীকে নুরুল আমিন হেলাল,হাটিলা পূর্ব ইউনিয়নে বিএনপির সাধারণ সম্পাদক আনারস প্রতীকে মোশারফ হোসেন,গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে উপজেলা যুবদলের সদস্য ঘোড়া প্রতীকে নেছার আহমেদ, গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে বিএনপির সহ-সাধারণ সম্পাদক আনারস প্রতীকে মো.নাছির উদ্দিন, হাটিলা পশ্চিম ইউনিয়নে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ঘোড়া প্রতীকে ইমাম হোসেন লিটন নির্বাচনে অংশ নিচ্ছেন।

শাহরাস্তি উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন

প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছেন আজ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপের১০ টি ইউনিয়নে ৫৫ চেয়ারম্যান, ৩শ’ ৯৬ জন সাধারণ সদস্য ও ৯৪ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গতকাল ২৫ ডিসেম্বর দিনব্যাপী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে উপজেলার ১০টি ইউনিয়নে ৯১ টি কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম নিয়ে প্রতিটি কেন্দ্রে উপস্থিত হয়েছেন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনী বৃন্দ। ২৬ শে ডিসেম্বর সকাল ৭টার মধ্যে প্রতিটি কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।

নির্বাচন কমিশন সূত্রে জানায়, এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৫ জন, সাধারণ সদস্য পদে ৩শ’৯৬ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

জনগণকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে নিরাপত্তার চাঁদরে ডাকা আইন-শৃঙ্খলা বাহিনী। নির্বাচনে রয়েছে ম্যাজিস্ট্রেট, পর্যাপ্ত পরিমাণ র‍্যাব, বিজিবি, মেট্রোপুলিশ, পুলিশ ও আনসার বাহিনী। সাথে রয়েছেন অতিরিক্ত,মোবাইল কোর্ট, ষ্টেকিং পুলিশ, অতিরিক্ত পুলিশ। নির্বাচনে ১০ ইউপিতে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের ১০ চেয়ারম্যান প্রার্থী।

শাহরাস্তিতে আওয়ামী লীগের মনোনীত নৌকার ১০ প্রার্থী

এছাড়াও ২/৩ টি দলীয় প্রতীক ছাড়াও একাধিক রয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী। সূচিপাড়া উত্তর ইউনিয়নে মোঃ মোস্তফা কামাল মজুমদার (নৌকা) হাবিবুর রহমান পাটোয়ারী (আনারস), সূচিপাড়া দক্ষিণ ইউনিয়ন মাহতাব উদ্দিন হেলাল (নৌকা), মোঃ আব্দুর রশিদ (চশমা) ফরহাদ পন্ডিত (মোটরসাইকেল) চিতোষী পূর্ব ইউনিয়ন আবু ইউসুফ পাটওয়ারী (নৌকা), মোঃ আলম বেলাল (আনারস) ইব্রাহিম খলিল মঞ্জু (ঘোড়া) চিতোষী পশ্চিম ইউনিয়ন জাহাঙ্গীর মোহাম্মদ আদেল (নৌকা) জোবায়েদ কবির বাহাদুর (আনারস), রায়শ্রী উত্তর ইউনিয়ন মো. মোশারফ হোসেন মুশু (নৌকা) মোঃ সেলিম পাটোয়ারী লিটন (আনারস), রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন আবদুর রাজ্জাক (নৌকা) মোঃ মাহবুব আলম (আনারস) আবুল বাশার (মোটরসাইকেল) আবু হানিফ (ঘোড়া) জাতীয় পার্টির মনোনীত (লাঙ্গল) মোঃ মাসুদ আলম। মেহের উত্তর ইউনিয়ন মো. মনির হোসেন (নৌকা) মোঃ জহিরুল ইসলাম মজুমদার (আনারস) সাইফুল ইসলাম রনি (চশমা), মেহের দক্ষিণ ইউনিয়ন মো. রুহুল আমিন (নৌকা) মোঃ কাজী জাহাঙ্গীর আলম (আনারস), টামটা উত্তর ইউনিয়ন মো. আলমগীর কবির মজুমদার পলাশ (নৌকা) ওমর ফারুক দর্জি (আনারস) , টামটা দক্ষিণ ইউনিয়ন মো.শফিকুর রহমান মজুমদার (নৌকা) জামাল আহমেদ (আনারস) মোঃ জহিরুল আলম মানিক ভূঁইয়া (চশমা) মোঃ ওমর ফারুক পাটোয়ারী (ঘোড়া) মোঃ আবুল কালাম (টেলিফোন) তোফায়েল আহমেদ সোহেল (মোটরসাইকেল) ।

এছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন। তফসিল অনুযায়ী আগামি ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হচ্ছে।

নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকলেও শাহরাস্তিতে বিভিন্ন ইউপিতে নির্বাচন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিএনপি’র ১৩ প্রতিদ্বন্দ্বিতা করছেন

প্রতিবেদকঃ জহিরুল ইসলাম জয়, জামাল হোসেন, ২৫ ডিসেম্বর ২০২১

Share