Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে বিজয়ী হলেন যারা
বিজয়ী
ফরিদগঞ্জে আওয়ামী লীগ ৩, বিদ্রোহী ৪ ও স্বতন্ত্র ৬ প্রার্থী জয়ী

ফরিদগঞ্জের ১৩ ইউনিয়নে বিজয়ী হলেন যারা

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। 

প্রাপ্ত ভোটের ফলাফল অনুসারে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৩জন,আওয়ামী লীগ বিদ্রোহী ৩জন এবং স্বতন্ত্র ৭জন প্রার্থী জয় লাভ করেছে। 

নির্বাচনে বিজয়ীরা হলেনঃ

বালিথুবা পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিন স্বপন(প্রাপ্ত ভোট ৮১১৮, প্রতীক -আনারস) ,নিকটতম প্রতিদ্বন্দ্বী বাহাউদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫৬৯, প্রতীক -নৌকা)।

বালিথুবা পূর্ব ইউনিয়নের আওয়ামী লীগ বিদ্রোহী বর্তমান চেয়ারম্যান হারুনুর রশীদ(প্রাপ্ত ভোট -৪৯৫০, প্রতীক -আনারস), নিকটতম প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম (প্রাপ্ত ভোট ৩১১৭, প্রতীক -মোটর সাইকেল)।

সুবিদপুর পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন(প্রাপ্ত ভোট ৩৪০০, প্রতীক -চশমা), নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন (প্রাপ্ত ভোট ৩৩৩৫, প্রতীক -আনারস)।

সুবিদপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মহসীন হোসেন (প্রাপ্ত ভোট ৪৯৭২, প্রতীক -আনারস), নিকটতম প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন (প্রাপ্ত ভোট ৩৫২৯, প্রতীক -চশমা)।

গুপ্টি পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাটওয়ারী (প্রাপ্ত ভোট ৩৫২৫, প্রতীক -চশমা), নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান (প্রাপ্ত ভোট ৩১৫৭, প্রতীক -ঘোড়া)।

গুপ্টি পশ্চিম ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী বুলবুল আহমেদ (প্রাপ্ত ভোট ৩২৭৫, প্রতীক -আনারস),নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্বাস (প্রাপ্ত ভোট ৩১৯০, প্রতীক -মোটর সাইকেল)।

পাইকপাড়া উত্তর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু তাহের পাটওয়ারী(প্রাপ্ত ভোট ৩৯৪৯, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (প্রাপ্ত ভোট ২৬১১, প্রতীক -আনারস)।

গোবিন্দপুর উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শাহআলম শেখ (প্রাপ্ত ভোট ৪৩৭৯, প্রতীক -চশমা), নিকটতম প্রতিদ্বন্দ্বী সোহেল চৌধুরী (প্রাপ্ত ভোট ৩১৩৮, প্রতীক -নৌকা)।

গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আলাউদ্দিন ভূঁইয়া (প্রাপ্ত ভোট ৩১৩৬, প্রতীক -নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী হুমায়ুন কবির (প্রাপ্ত ভোট ৪৬৯৪, প্রতীক -চশমা)।

চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মাহমুদুল হাসান মিরাজ(প্রাপ্ত ভোট ৫৪৮৪, প্রতীক -নৌকা), নিকটতম প্রতিদ্বন্দ্বী (প্রাপ্ত ভোট ৪৭০৪, প্রতীক -আনারস)

চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহজাহান (প্রাপ্ত ভোট ৫০৬০, প্রতীক -আনারস) ,নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান (প্রাপ্ত ভোট ২৩৯৩, প্রতীক -মোটর সাইকেল)।

রূপসা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী কাউছারুল আলম কামরুল (প্রাপ্ত ভোট ৪০৪১, প্রতীক -মোটর সাইকেল), নিকটতম প্রতিদ্বন্দ্বী ওমর ফারুক(প্রাপ্ত ভোট ৩৭৪২ , প্রতীক -নৌকা)।

রূপসা দক্ষিণে আওয়ামীলীগ প্রার্থী মো: শরীফ হোসেন (প্রাপ্ত ভোট ২৭৫১, প্রতীক -নৌকা) , নিটকতম প্রতিদ্বন্দ্বীআ: কাদের (প্রাপ্ত ভোট ১৪১০, প্রতীক -আনারস) । 

প্রতিবেদকঃ শিমুল হাছান, ৬ জানুয়ারি ২০২২