চাঁদপুরের শাহরাস্তিতে ১০ ইউনিয়নে ৫শ’৬৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা এবং ৬ চেয়ারম্যান ও ১ সংরক্ষিত মহিলা সদস্যসহ ৭ জনের মনোয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাসেম।
যাদের মনোনয়নপত্র বাতিল হলো তারা হলেন রায়শ্রী উত্তর ইউপির বর্তমান চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম মাসুদ, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ আবু হানিফ একই ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ আবদুল ছাত্তার, মেহের উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সাইফুল ইসলাম রনি, সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ মনির হোসেন ও মেহের উত্তর ইউপির সংরক্ষিত আসন (৩) নারী প্রার্থী কোহিনুর আক্তার।
৪র্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলার ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫ শ’৭৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
সোমবার ২৯ নভেম্বর যাচাই ১০ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, সাধারণ সদস্য পদে ৪শ’১৩ ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯৫ জন প্রার্থী তাদের স্ব স্ব ইউনিয়নের রিটার্নিং অফিসারের নিকট যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবুল কাসেম জানান, চেয়ারম্যান পদে টামটা দক্ষিণ ইউনিয়নে ৯ জন, টামটা উত্তর ইউনিয়নে ৬জন, চিতোষী পূর্ব ইউনিয়নে ৫ জন, চিতোষী পশ্চিম ইউনিয়নে ৭ জন, মেহের দক্ষিণ ইউনিয়নে ৩ জন, মেহের উত্তর ইউনিয়নে ৭জন, রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে ৬ রায়শ্রী উত্তর ইউনিয়নে ৫জন, সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে ১০ জন ও সূচীপাড়া উত্তর ইউনিয়নে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মনোনয়নপত্র যাচাই-বাছা্য়ের দিনে বিভিন্ন প্রার্থী গন তাদের প্রস্তাবক ও সমর্থক সাথে নিয়ে মনোনয়নপত্র বাছায়ের দিন আসেন। মেহের দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন এ ইউনিয়নে বিএনপির নেতা জাহাঙ্গীর আলম ও যুবদল নেতা মাসুদ কবির মনোনয়নপত্র দাখিল করেন। মেহের উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মনির হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা সাইফুল ইসলাম, জহিরুল ইসলাম, যুবলীগ নেতা আঃ রশিদসহ ৭ জন মনোনয়নপত্র দাখিল করেন।
টামটা উত্তর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আলমগীর কবির পলাশ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা ওমর ফারুক দর্জি, বিএনপির সেলিম সহ ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। টামটা দক্ষিণে নৌকা প্রতীকের প্রার্থী সফিকুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আওয়ামীলীগ নেতা ফারুক হোসেন পাটোয়ারী, জামাল আহমেদ, বিএনপি নেতা তোফায়েল আহমেদ, আবুল কালাম সহ ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
সূচিপাড়া উত্তর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল মজুমদার, সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা হাবিবুর রহমান পাটোয়ারী সহ ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মাহতাব উদ্দিন হেলাল, বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা আঃ রশিদ সহ ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
চিতষী পশ্চিম ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বর্তমান চেয়ারম্যান বিএনপি নেতা জোবায়েদ কবির বাহাদুর সহ ৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আবু ইউসুফ পাটোয়ারী, বিএনপি নেতা আলম বেলাল সহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
১০টি ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া রায়শ্রী দক্ষিণ ইউনিয়নে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মাসুদ আলম চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়াও কয়েকটি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাকের পার্টি ও ইসলামী ফ্রন্ট থেকে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।
তফসিল অনুযায়ী আগামি ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের এ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ও ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হবে। ১০ ইউনিয়নের মধ্যে রায়শ্রী উত্তর ও দক্ষিণ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হবে।
প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২৯ নভেম্বর ২০২১