সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চাঁদপুরের ফরিদগঞ্জে ৫ম ধাপে ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামি ৫ জানুয়ারি।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে আগামী ৫ জানুয়ারি। ৯০ তম কমিশন বৈঠক শেষে শনিবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার এ তফসিল ঘোষণা করেন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৭ই ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ ডিসেম্বর, আপিল ১২ ডিসেম্বর,আপিল নিস্পত্তি ১৪ ডিসেম্বর, প্রত্যাহার ১৫ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৭ ডিসেম্বর এবং নির্বাচন ৫ জানুয়ারি।
ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদগঞ্জের ইউনিয়নগুলো হচ্ছে: বালিথুবা পূর্ব, বালিথুবা পশ্চিম, সুবিদপুর পূর্ব, সুবিদপুর পশ্চিম, গুপ্টি পূর্ব, গুপ্টি পশ্চিম, পাইকপাড়া উত্তর, গোবিন্দপুর উত্তর, গোবিন্দপুর দক্ষিণ, রূপসা উত্তর, রূপসা দক্ষিণ, চরদু:খিয়া পূর্ব, চরদু:খিয়া পশ্চিম।
ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার বলেন, আমরা প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের ডাকা তৃনমুলের বর্ধিত সভায় উপস্থিত হওয়া চেয়ারম্যান পদের প্রার্থীদের সিভি সংগ্রহ এবং রেজুলেশন সংগ্রহ করেছি। আমরা সকলের নাম কেন্দ্রে পাঠিয়ে দিয়েছি। এরপর কেন্দ্র যাকে দলীয় মনোনয়ন দেয়, তার বিজয় নিশ্চিতে কাজ করবো।
প্রতিবেদক: শিমুল হাছান, ২৭ নভেম্বর ২০২১