মতলব দক্ষিণে ৪ ইউনিয়নে ১৯৭ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চারটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র ৪ নভেম্বর বৃহস্পতিবার যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। নায়েরগাঁও উত্তর ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় উপজেলার নির্বাচন অফিসে এবং উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের মনোনয়ন পত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

যাচাই-বাছাইতে উপাদী দক্ষিণ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ মিজানুর রহমান তার নির্বাচনী খরচের আয়-ব্যয় হিসেবের সঠিক তথ্য না দেয়ায় এবং একজন চেয়ারম্যান প্রার্থীর অভিযোগের ভিত্তিতে তার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়। এছাড়া নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার পদ প্রার্থী মোঃ সোহেল মনোনয়ন পত্র দাখিলের পর অসুস্থ জনিত কারণে মারা যাওয়ায় তার প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর উপজেলার ৪টি ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের দাখিলকৃত মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয় ১৯৭ জনকে। তারা হলেন-

১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান সেলিম, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী কামরুজ্জামান মোল্লা, রাসেল পাটোয়ারী নিলয়, স্বতন্ত্র প্রার্থী এনামুল হক, আঃ মান্নান সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীয়ত প্রার্থ মোঃ জাহিদুুল ইসলাম।

সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের শাহীনুল বেগম, মোসাম্মৎ উম্মে কুলসুম ও তানিয়া বেগম। সংরক্ষিত মহিলা ২নং ওয়ার্ড থেকে মুক্তা আক্তার, শারমিন সুলতানা ও নাসিমা আক্তার। সংরক্ষিত মহিলা ৩নং ওয়ার্ড থেকে মুক্তা আক্তার, নার্গিস ও শাহনাজ।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের আলা উদ্দিন, কাউছার আহমেদ ও মনির হোসেন। ২নং ওয়ার্ডের মোহন সরকার, মাছুম পাটোয়ারী, মোঃ আব্দুল রশিদ বেপারী ও মাহফুজ প্রধান। ৩নং ওয়ার্ডের মোঃ লোকমান হোসেন, কাজী জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম ও মোঃ জসিম উদ্দিন। ৪নং ওয়ার্ডের মোঃ ইয়াছিন মিয়া, মোঃ সুমন মিয়া, শরীফ হোসেন, মোঃ মনির, নুরুজ্জামান চৌধুরী ও মোঃ কাউছার হোসেন। ৫নং ওয়ার্ডের মোঃ মোসলেম। ৬নং ওয়ার্ডের মাহাবুব পাটোয়ারী, আবুল বাশার ও মোহাম্মদ হাবিবুর রহমান। ৭নং ওয়ার্ডের ওমর ফারুক পাটোয়ারী, জামান পাটোয়ারী, কবির হোসেন ও আব্দুল লতিফ। ৮নং ওয়ার্ডের জর্জ মিয়া, হুমায়ূন কবির ও আবুল কালাম। ৯নং ওয়ার্ডের মোঃ লোকমান, মামুন মিয়া, মোহাম্মদ আজহারুল ইসলাম ও আব্দুল হাই।

২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা (মামুন), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, মোঃ ওমর ফারুক, স্বতন্ত্র প্রার্থী নেছার আহমেদ, নাছির আহমেদ অরুন, মাছুদ রানা ও মোঃ বাতেন।

সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের কুলসুমা বেগম, সালেহা বেগম, হাজেরা বেগম, সাজেদা বেগম ও রিনা আক্তার। সংরক্ষিত মহিলা ২নং ওয়ার্ডের পেয়ারা বেগম, মুক্তা আক্তার ও মালেকা বেগম। সংরক্ষিত মহিলা ৩নং ওয়ার্ড থেকে শাহীনূর বেগম, নূর জাহান বেগম ও পারুল রানী সরকার।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের গোবিন্দ ঘোষ, আলাউদ্দিন, সফিকুল ইসলাম, বিনয় ভূষণ দাস এবং মোঃ সোহেল। ২নং ওয়ার্ডের মোঃ ইফতেখাইরুল ইসলাম, মোঃ কাশেম, মোঃ মোশারফ, আল আমিন, মোঃ সহিদ ও মোঃ শাখাওয়াত হোসেন। ৩নং ওয়ার্ডের তরিকুল ইসলাম ও সফিকুল ইসলাম। ৪নং ওয়ার্ডের দেলোয়ার হোসেন সাঈদী, মোঃ খোকন মিয়া, মিজান মিয়া, ইউসুফ আলী, সফিকুল ইসলাম ও উজ্জল তালুকদার। ৫নং ওয়ার্ডের জয়নাল আবেদীন, আব্দুল হাই মজুমদার, শাহ আলম খান ও মোঃ মোবারক মিয়া। ৬নং ওয়ার্ডের রুবেল পাটোয়ারী, হাসান অপু, হারুন অর রশিদ, মোঃ কামরুজ্জামান, ও নজরুল ইসলাম। ৭নং ওয়ার্ডের মোঃ জহির খান, শাহ আলম, জিল্লুর রহমান, আলমাস প্রধান, এসএম জাহিদুল ইসলাম শামীম, ৮নং ওয়ার্ডের মোশারফ হোসেন প্রধান, মোঃ আবু সালাম ও আহসান হাবীব। ৯নং ওয়ার্ডের ভবতোষ দাস, রিপন চন্দ্র দাস, উত্তম কুমার দাস, শ্রীকৃষ্ণ দাস, নগেন্দ্র চন্দ্র ও সুভল চন্দ্র।

৫নং উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদ উল্লাহ প্রধান।

সংরক্ষিত মহিলা ১নং ওয়ার্ডের ফাতেমা বেগম, খোরশেদা ও ফাতেমা বেগম। ২নং ওয়ার্ডের রোকিয়া বেগম, তাসলিমা বেগম ও নুর জাহান বেগম। সংরক্ষিত মহিলা ৩নং ওয়ার্ডের রেহানা আক্তার, সাহিদা বেগম ও লাভলী আক্তার।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ইউসুফ হাজরা ও তার স্ত্রী নুরুন নাহার বেগম, ইসমাইল হোসেন ও কামরুজ্জামান। ২নং ওয়ার্ডের জসিম উদ্দিন ও আল মামুন। ৩নং ওয়ার্ডের আলমগীর হোসেন, মোস্তফা কামাল ও শওকত আলী। ৪নং ওয়ার্ডের মোস্তফা কামাল বকাউল, আক্কাস বকাউল ও তাফাজ্জল হোসেন। ৫নং ওয়ার্ডের বারেক প্রধান, আনিছুর রহমান, নাজির বকাউল,ইমরান খান ও কামাল গাজী। ৬নং ওয়ার্ডের মো মাঈনউদ্দিন,মাজহারুল ইসলাম মানিক, আবু ইউসুফ বাবুল ও গিয়াস উদ্দিন। ৭নং ওয়ার্ডের খলিল মৃধা ও রফিকুল ইসলাম। ৮নং ওয়ার্ডের হান্নান মিয়াজী, ওমর ফারুক খান, মোঃ লোকমান ও মামুন মিয়াজী। ৯নং ওয়ার্ডের আব্দুল মতিন প্রধান, বিল্লাল হোসেন, মুজিব প্রধান ও মোস্তফা কামাল।

৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করা হয়, তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ পাটোয়ারী, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিছুর রহমান।

সংরক্ষিত মহিলা-১ নং ওয়ার্ডের নাজমা বেগম, জাহানারা বেগম ও ফাতেমা আক্তার। সংরক্ষিত মহিলা-২ নং ওয়ার্ডের আঞ্জুমান বেগম ও লিপি বেগম। সংরক্ষিত মহিলা-৩ নং ওয়ার্ডের রূপালী, নাজমা বেগম, শানু বেগম, শাহিদা বেগম ও খোরশেদা বেগম।

সাধারণ সদস্য পদে ১নং ওয়ার্ডের মফিজুল ইসলাম বাবু, আবু বক্কর তালুকদার, বিল্লাল হোসেন ও ফারুক আহমেদ। ২নং ওয়ার্ডের সরদার রেজাউল করিম, কাউছার প্রধান ও জয়নাল আবেদীন জুলেট। ৩নং ওয়ার্ডের ইসমাইল বকাউল বাচ্চু, কামরুল হোসেন ও নজরুল ইসলাম । ৪নং ওয়ার্ডের রনজিৎ চন্দ্র সূত্রধর, মো শাহজাহান শেখ, মমিন খান, মো মুনাফ ওনূওে আলম খান। ৫নং ওয়ার্ডের মোকলেছ মিয়া, মোবারক শেখ ও এটিএম সালাউদ্দিন। ৬নং ওয়ার্ডের লতিফ প্রধান, নুরুল ইসলাম ও বাবুল খান। ৭নং ওয়ার্ডের আলী আরশাদ, সোহেল হোসেন, মাহাবুব চৌধুরী, মজিব খান ও মুকবুল। ৮নং ওয়ার্ডের বিল্লাল হোসেন ও আব্দুল হাই। ৯নং ওয়ার্ডের মাছুদুর রহমান, মোশারফ মিজি, দিদার হোসেন বেপারী, এমদাদ হোসেন ও সালাউদ্দিন বেপারী। উল্লেখ্য, নায়েরগাঁও উত্তর ও দক্ষিণ ইউনিয়নের রির্টানিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু জাহের ভুঞা ও উপাদী উত্তর ও দক্ষিণ ইউনিয়নের রির্টানিং অফিসার উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকার্তা মোঃ আ ত ম বোরহান উদ্দিন।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৪ নভেম্বর ২০২১

Share