Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / চাঁদপুর সদরে তিন ইউনিয়নে আ’লীগের তৃনমূল মত‌বি‌নিময় সভা
ইউনিয়নে

চাঁদপুর সদরে তিন ইউনিয়নে আ’লীগের তৃনমূল মত‌বি‌নিময় সভা

আসন্ন ইউ‌নিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়ন, ৮নং বাগাদী এবং ১২ নং চান্দ্রা ইউনিয়নের আওয়ামী লীগের তৃনমূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সোমবার দিনব্যাপী এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় বাগাদী নানুপর উচ্চ বিদ্যালয়ে হল রুমে ৮নং বাগাদী ইউনিয়ন এবং বিকেল ৪টায় ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের মহাত্বা গান্ধী মিলনায়তনে ৯নং বালিয়া ইউনিয়নের তৃনমূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম মিয়াজী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পদক আলী আরশাদ মিয়াজী, সহ সভাপতি শহীদ উল্লা মাষ্টার, মাহাবুব পাটওয়ারী, যুগ্ম সম্পাদক আব্দুল আজিজ খান বাদল, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মুক্তার হোসেন, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী বেপারী।

বিকাল ৩টায় বাগাদী নানুপর উচ্চ বিদ্যালয়ে হল রুমে তৃনমূলের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মিয়াজী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটন।

এতে আসন্ন ইউপনি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে তৃণমূল থেকে যাদের নাম প্রস্তাব ও সমর্থন করা হয় তারা হলেন, বর্তমান চেয়ারম্যানন ও জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরশেদ আলম মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ ফারুক আহমেদ, মানিক মিয়া, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তাহেরুল ইসলাম খান সোহাগ, থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বেলায়েত হোসেন বাবুল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল লিটন, যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন নান্নু।

বিকেল ৩ টায় ফরাক্কাবাদ ডিগ্রী কলেজের মহাত্বা গান্ধী মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ৯নং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্ল্যা পাটওয়ারী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক আব্দুল হান্নান মিয়াজী।

এতে আসন্ন ইউপনি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে তৃণমূল থেকে যাদের নাম প্রস্তাব ও সমর্থন করা হয় তারা হলেন, ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিক উল্ল্যা পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক তালুকদার, সদস্য সেলিম পাটওয়ারী, কামরুল ইসলাম, জাকির বহাদ্দার, ইউনিয়ন যুবলীগের আহবায়ক দেলওয়ার হোসেন, যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন।

এর আগে সকাল ১১টায় চান্দ্রা বাজার ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ে ১২নং চান্দ্রা ইউনিয়নের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী। সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক জসিম মিজি।

এতে আসন্ন ইউপনি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেতে তৃণমূল থেকে যাদের নাম প্রস্তাব ও সমর্থন করা হয় তারা হলেন, বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খান জাহান আলী কালু পাটওয়ারী, সাধারন সম্পাদক জসিম মিজি, সহ সভাপতি আবু ইউসুফ শেখ, সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক নাছির গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান রাজু পাটওয়ারী।

প্রতিবেদক: আশিক বিন রহিম