মতলব দক্ষিণ

ইউনিসেফ পুরস্কার পাওয়ায় গোলাম কিবরিয়া জীবনকে শুভেচ্ছা

চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবনের একটি বিশেষ প্রতিবেদনের জন্য জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) থেকে পুরস্কৃত হন।

তাঁর এই অর্জনের জন্য মতলব দক্ষিণ প্রেসক্লাবের পক্ষ থেকে শনিবার (২৭ আগস্ট) ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

এ সময় মতলব দক্ষিণ প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী ইয়ামিনসহ প্রেসক্লাবের অন্যান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘অর্থ সংকটে থেকেও গ্রামের এক অদম্য শিক্ষার্থী এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রচারিত হয়।

এ প্রতিবেদনটি জাতিসংঘ শিশু তহবিলের নজরে আসলে তারা বিষয়টি তদন্ত করেন এবং তাদের ‘শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম’ প্রকল্পের আওতায় ওই প্রতিবেদনের জন্য সাংবাদিক গোলাম কিবরিয়া জীবনকে বিশেষ পুরস্কারে ভূষিত করে।

গোলাম কিবরিয়া জীবন ১৯৭৫ সাল থেকে দৈনিক ইত্তেফাকে ও ১৯৮৪ সাল থেকে বাংলাদেশ টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সহিত কাজ করে আসছেন এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সংবাদ প্রকাশের জন্য সম্মাননা ও উপহার অর্জন করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ১০:০০ পিএম, ২৭ আগস্ট ২০১৬, শনিবার
ডিএইচ

Share