শাহরাস্তিতে দুই ইউনিয়নে নৌকার প্রার্থী ১৪ জন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ও চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ অক্টোবর বুধবার সকাল ১০ টার দিকে চিতোষী আর এন্ড এম উচ্চ বিদ্যালয় মিলনায়তন ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামলীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হেসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষেদর চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়াম লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মোস্তফা কামাল মজুমদার, জেলা আওয়ামী লীগের সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান মিন্টু। উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল, মোঃ বিল্লাল হোসেন তুষার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইলিয়াছ মিন্টু, সাবেক পৌর আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু, দপ্তর সম্পাদক মোঃ শফিউল আজম স্বপন।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী, নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের নাম বর্ধিত সভায় প্রস্তাব ও সমর্থন প্রস্তাপনা জানান ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সহযোগী সংগঠনের সভাপতি /সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দ। এতে ৬ জন প্রার্থীর প্রস্তাবনা জানান।

চিতোষী পূর্ব ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী হিসেবে মোঃ আবু ইউসুফ পাটোয়ারী, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ কামরুল ইসলাম মজুমদার, মোঃ নজরুল ইসলাম স্বপন, মোঃ বেলায়েত হোসেন মিজান, মোঃ একরাম হোসেন ভূইঁয়া ও মোঃ ফারুকুল আলম মাস্টার।

একইদিন বিকাল ৪টার দিকে আয়নাতলী ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চিতোষী পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ভারপ্রাপ্ত এইচ এম শোয়েব দেওয়ানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো.রফিকুল ইসলামের সঞ্চালনায় বর্ধিত সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী ৮ জন প্রার্থীর নাম ও প্রস্তাবনা জানান।

এতে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য জসিম উদ্দিন পাটোয়ারী, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল,ইউনিয়ন আ’লীগের সভাপতি ভারপ্রাপ্ত এইচ এম শোয়েব দেওয়ান, আওয়ামী লীগ নেতা মোঃ শামছুল হক মিয়াজী (শামু মিজি)সাবেক ছাত্রনেতা মোঃ আজিজ হোসেন পাটোয়ারী তৌফিক ও ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুমা আক্তার।

প্রতিবেদক: মো.জামাল হোসেন, ২৭ অক্টোবর ২০২১

Share