চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৬:৫৫ অপরাহ্ণ, ০২ সেপ্টেম্বর ২০১৫, বুধবার
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ১৫ জন ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসক (মেডিকেল অফিসার/প্রভাষক) নিয়োগ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা সেক্টর উন্নয়ন কর্মসূচির আওতায় অল্টারনেটিভ মেডিকেল কেয়ার অপারেশন প্ল্যান (ওপি) এর আওতায় গত ২৭ আগস্ট স্বাস্থ্য অধিদফতরের (পরিচালক হোমিও ও দেশজ চিকিৎসা ও লাইন ডিরেক্টরর এএমসি) ডা. মনোয়ারা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ নিয়োগ দেয়া হয়।
নিয়োগপ্রাপ্তরা হলেন মো: নজরুল ইসলাম, মেডিকেল অফিসার (ইউনানী) জেনারেল হাসপাতাল, বরিশাল, লিখন চন্দ্র রায় (ইউনানী ও আয়ুর্বেদিক) সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর, মো. আবদুর রাজ্জাক, শারমিন সুলতানা, আব্দুল জলিল, মো. ইউসুফ হোসেন, এস এম বদরুদ্দোজা, প্রভাষক (ইউনানী) সরকারি তিব্বিয়া কলেজ সিলেট, মো.আবদুর রহিম, মেহেরুন নাহার শম্পা, জোবেদা পারভীন, মো.লিয়াকত হোসেন ও শাহজাহান কবীর, মেডিকেল অফিসার (ইউনানী) সরকারি তিব্বিয়া কলেজ সিলেট, মোহাম্মদ আবদুল গণি, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এ,এইচ,এম কামরুজ্জামান, মেডিকেল অফিসার (আয়ুর্বেদিক) স্বাস্থ্য অধিদফতর ও অনুপমা বিশ্বাস (প্রোডাকশন, রিসার্চ ও কোয়ালিটি কন্ট্রোল অফিসার) সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, মিরপুর।
নিয়োগপ্রাপ্তদেরকে আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫