জাতীয়

ইউনাইটেড হাসপাতালে আগুন : ৫ জনের মরদেহ উদ্ধার

রাজধানীর গুলশান-২ এর ইউনাইটেড হাসপাতালে লাগা আগুনের ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাত ১০টা ২০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর সেখান থেকে একে একে পাঁচজনের দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই করোনা রোগী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার কামরুল ইসলাম জানান, সবাই করোনা রোগী ছিলেন। নিহতেদের সকলে পুরুষ। নিচ তলায় এসি বিস্ফোরণে আগুন লাগে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে এবং নিহতদের লাশ হস্তান্তরের জন্য ব্যবস্থা নিচ্ছে।

ডিউটি অফিসার কামরুল আহসান জানান, ইউনাইটেড হাসপাতালের নিচতলার আইসিইউ ভবনে অগ্নিকাণ্ডের খবরে রাত ৯টা ৫৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সেখানে পাঠানো হয়। রাত ১০টা পাঁচ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের দল এখনো কাজ করছেন। তাদের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে।

বার্তা কক্ষ, ২৭ মে ২০২০

Share