Home / চাঁদপুর / ইউনাইটেড মডেল হাই স্কুলে বই বিতরণ
ইউনাইটেড

ইউনাইটেড মডেল হাই স্কুলে বই বিতরণ

চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়ের কমলাপুর গ্রামে অবস্থিত ইউনাইটেড মডেল হাই স্কুলে শিশু থেকে ৮ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে ২০২২ শিক্ষাবর্ষের সরকার প্রদত্ত বিনা মূল্যের বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ১ জানুয়ারী থেকে ৩ জানুয়ারী পর্যন্ত শিক্ষার্থদের মাঝে বই বিতরণ সম্পন্ন হয়। গত ১ জানুয়ারী বছরের প্রথম বই বিতরণ অনুষ্ঠানে বই বিতরণ করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এম ফরিদুল ইসলাম উকিল।

এ সময় স্কুল পরিচালণা পরির্ষদের পরিচালক মোঃ আলী হোসেন খান বাবুল, জানে আলম বেপারী জিতু. সহকারী প্রধান শিক্ষক মোঃ রবিউল আউয়াল, সহকারি শিক্ষাক মোঃ মাইন উদ্দিন, মোঃ মহসিন হোসেন, হাফেজ বেলাল হোসাইন, তাছলিমা আক্তার সহ শিক্ষকগণ উপস্থিত ছিলে। প্রতি বছরের ন্যায় এবারও অত্যন্ত উৎসব মূখর পরিবেশে বই বিতরণ সম্পন্ন হয়।

স্টাফ করেসপন্ডেট