ইউটিউবে অংক শেখানোর ক্লাস নেওয়ার ভিডিও ছেড়ে সারা দুনিয়ায় তারকা খ্যাতি পেয়েছেন অস্ট্রেলিয়ার একজন গণিত শিক্ষক।
এডি উ নামের ওই শিক্ষকের শিক্ষার্থীদের অংক শেখানোর প্রাণবন্ত পদ্ধতির ভক্ত হয়ে উঠেছেন অনেকেই। তার ভিডিওগুলো পাওয়া যাচ্ছে ইউটিউবে এবং এ জন্য অস্ট্রেলিয়ার লোকাল হিরো পুরস্কারও পেয়েছেন তিনি।
এ ছাড়া সম্প্রতি শিক্ষকদের জন্য একটি বৈশ্বিক পুরস্কারের চূড়ান্ত পর্বে মনোনয়নও পেয়েছিলেন এডি উ। এরপর তিনি পরিণত হয়েছেন ইউটিউবের সবচেয়ে বিখ্যাত অংকের শিক্ষকে। সারা দুনিয়ার হাজার হাজার শিক্ষার্থী তার অংক শেখানোর ভিডিও দেখেছেন।
এডি উ সিডনির একটি হাইস্কুলে অংকের প্রধান শিক্ষক।
এডি উ জানান, ভিডিওতে তার কথা শুনে এমন লোকও আছেন যারা ভাবেন এই এশিয়ান লোকটা কে? তিনি বলেন, অনেকে আমার ইংরেজির অস্ট্রেলিয়ান টান ভালো করে বুঝতে পারে না,” বলছিলেন তিনি।
তিনি জানান, তিনি প্রথম যখন এসব ভিডিও তৈরি করতে শুরু করেছিলেন, তখন সেগুলো ছিল একজন মাত্র ছাত্রের জন্য। ছত্রিটি তখন খুবই অসুস্থ ছিল। অনেকগুলো ক্লাসে উপস্থিত থাকতে পারে নি। তার জন্যই তিনি ভিডিওগুলো তৈরি করেছিলেন।
এডি উ আরো বলেন, ‘এখন যখন আমি দেখছি শুধু অস্ট্রেলিয়া নয় সারা দুনিয়ায় অসংখ্য লোক আমার ভিডিও দেখছে এবং পছন্দ করছে, এটা আমাকে দারুণ বিস্মিত করে। আমি ভাবি আর অবাক হই – কীভাবে এটা সম্ভব হলো?’
এডি উর লক্ষ্য হচ্ছে গণিত জিনিসটাকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দেওয়া। তিনি বলেন, ‘আমি যেটা চাই সেটা হলো লোকে যেন উপলব্ধি করে যে অংক ব্যাপারটা ভীতিকর কোনো কিছু নয়। এমন কিছু নয় যা শুধু কিছু মেধাবী লোকের জন্য।’
তিনি বলেন, ‘আমি দেখাতে চাই যে গণিত জিনিসটা সবাই বুঝতে পারবে, এর ভেতরে ঢুকতে পারে।’ তিনি আরো বলেন, ‘একটা কথা আছে আপনি যতক্ষণ কোনো কিছু বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত সেটা হলো ম্যাজিক। আর ব্যাপারটা বুঝে ফেলার পর তা পরিণত হয় গণিতে।’
ইউটিউবে এখন এডি উ’র ভিডিও রয়েছে সাড়ে তিন হাজারেরও বেশি। আর তার সাবস্ক্রাইবারের সংখ্যা এখন প্রায় দুই লাখ ৪০ হাজার।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ২০ পি .এম ২৫মার্চ,২০১৮রোববার
এ.এস
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur