ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

ইউক্রেনের পূর্বাঞ্চলে সামরিক অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের ডামবাজ অঞ্চলের নাগরিকদের রক্ষার জন্যই এই সামরিক অভিযান চালানো হবে বলে দাবি করেছেন তিনি। খবর এপির।

টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ইউক্রেন থেকে আসা হুমকির প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইউক্রেন দখল করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই।

রুশ প্রেসিডেন্ট বলেন, এই ঘটনায় যদি কোনো রক্তপাত হয়, তার দায় ইউক্রেনীয় সরকারের।

অন্যান্য দেশকে সতর্ক করে ভাষণে পুতিন বলেন, রুশ কর্মকাণ্ডে হস্তক্ষেপ করলে এমন পদক্ষেপ নেওয়া হবে, যা তারা কখনো দেখেনি।

পুতিনের অভিযোগ, ইউক্রেনকে ন্যাটোতে যোগদান থেকে বিরত রাখার জন্য রাশিয়ার দাবি উপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।

রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, যে সব ইউক্রেনীয় সেনাসদস্যরা অস্ত্র রেখে দেবে তারা নিরাপদে যুদ্ধের অঞ্চল ছেড়ে যেতে সক্ষম হবে।

এ নিয়ে তাৎক্ষণিকভাবে হোয়াইট হাউস থেকে কোনো মন্তব্য আসেনি

Share