ইউক্রেনের রাজধানী কিয়েভে সোমবার সকাল পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। কিয়েভের মেয়র সেখানকার জনগণকে এই সময় বাড়ির মধ্যে থাকার নির্দেশ দিয়েছেন।
স্থানীয় সময় শনিবার বিকাল ৩টায় এই কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়। খবর বিবিসির।
কিয়েভের কর্তৃপক্ষ জানিয়েছে, কারফিউ চলাকালীন যেসব নাগরিককে রাস্তায় দেখা যাবে, তাদের শত্রুপক্ষের অন্তর্ঘাতী বাহিনীর সদস্য হিসেবে বিবেচনা করা হবে।
এর আগে একটি ঘোষণায় জানানো হয়, কারিফউ জারি থাকবে প্রতি দিন স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে সকাল আটটা পর্যন্ত। মেয়রের দপ্তর থেকে এরপর কারফিউ-এর হালের এই মেয়াদ ব্যাখ্যা করা হয়। বলা হয় যে কারফিউ বর্তমানে বলবৎ আছে এবং তা সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে উঠবে না।
এদিকে ইউক্রেনে রুশ আগ্রাসনের তৃতীয় দিনে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে দেশটির সেনাবাহিনী। শনিবার সকাল থেকে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে রাস্তায় রাস্তায় তুমুল লড়াই শুরু হয়। কিছুক্ষণ পর পর গুলি আর বিস্ফোরণের শব্দ শোনা যায়। এমন পরিস্থিতিতে সেখানকার স্থানীয়দের সুরক্ষার জন্য এই কারফিউ জারি করা হয়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur