চাঁদপুর

চাঁদপুর ডিজিটাল উদ্ভাবনী মেলায় ইউএনডিপির প্রতিনিধি দল

রূপকল্প-২০২১ বাস্তবায়ন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে আইসিটির ব্যবহার নিশ্চিতকরণ, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে চাঁদপুর ৩ দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ উদ্ভোধন হয়েছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয় এর এটুআই প্রোগ্রামের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর ৩ দিন ব্যাপী “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ এর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদেরসহ অন্যান্য স্টল ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ইউএনডিপির বিশেষজ্ঞ ফাজুই হউসি হিরো পাতার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ আব্দুল হাই, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মানিক, সচিব আবু বকর মানিক, উদ্যোক্তা কাউছার আলম, জেসমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ৫০ এএম, ১৮ জানুয়ারি ২০১৭, বুধবার
ডিএইচ

Share