চাঁদপুর সদরের ইউএনওকে বিধায় সংবর্ধনা

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ফাহমিদা হককে পদন্নোতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সদর উপজেলা পরিষদ এবং অফিসার্স ক্লাবে যৌথ আয়োজনে ১০ অক্টোবর সোমবার বিকালে উপজেলা পরিষদের হলরুমে এই সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

ফেনী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পাওয়া ফাহমিদা হক তার বিদায়ী বক্তব্যে বলেন, আজকের এই দিনটি আমার জন্য অনেক আনন্দের এবং একই সাথে কিছুটা বেদনারও। দীর্ঘদিন আপনাদের সাথে কাজ করেছি। আমি এই পরিষদে দায়িত্ব পালন করতে গিয়ে সবার সহযোগীতা পেয়েছি। এখানকার সকল অফিসার খুবই দায়িত্বশীল ছিলেন। বিশেষ করে পরিষদের চেয়ারম্যান খুবই আন্তরিক এবং সহযোগীতা পরায়ন মানুষ। যে কোন কাজে আমাদের চমৎকার সমন্বয় ছিলো। আমি সব সময় আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছি। কারণ আমি বিশ্বাস করি, আমার কর্মের জন্য মহান আল্লার কাছে জবাবদিহিতা করতে হবে। তাই সবসময় দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক থেকেছি।

তিনি আরে বলেন, আপনাদের আজকের এই ভালোবাসায় আমি অনেক খুশি। আপনারা সবাই আমার প্রশংসা করেছেন। তবে কোন ত্রুটি থাকলে তার সমালোচনা শুনলে আমার জন্য উপকার হতো। কিন্তু বিদায় বেলায় মূলত প্রশংসা করা হয়। তাই হয়তো আপনারা প্রশংসা করেছেন। জীবনের এই সুন্দর সময় টুকু আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে।

চাঁদপুর সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে যুব উন্নয়ন অফিসার মনির হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইউব আলী বেপারী, আবিদা সুলতানা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুকবুল আহমেদ, কৃষি অফিসার আয়শা আক্তার, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল হাই, প্রোগ্রামার অফিসার হারুন অর রশিদ, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, বালিয়া ইউপির চেয়ারম্যান রফিকুল্ল্যাহ পাটওয়ারি, রামপুর ইউপির চেয়ারম্যান আল মামুন পাটওয়ারি, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) চাঁদপুর জেলা বাপসার সাধারণ সম্পাদক এমএ কুদ্দুছ রোকন।

এ সময় উপস্থিত ছিলের, উপজেলা প্রকৌশলী স্নেহাল রায়, যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন, সমাজ সেবা কর্মকর্তা জামাল উদ্দিন, পিআইও মোঃ রফিকুল ইসলাম, শাহমাহমুদপুর ইউপির চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, চান্দ্রা ইউপির চেয়ারম্যান খান জাহান আলী কালু, আশিকাটি ইউপির চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারি, রাজরাজেশ্বর ইউপির চেয়ারম্যান হাজী হযরত আলী বেপারী, ইব্রাহীমপুর ইউপির চেয়ারম্যান কাশিম খান, হানারচর ইউপি ইউপির চেয়ারম্যান আব্দুস সাত্তার ঢ়ারী, মৈশাদী ইউপির চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারিসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাবৃন্দ।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১০ অক্টোবর ২০২২

Share