খেলাধুলা

ইংল্যান্ডের ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল

ইংল্যান্ডে তৃণমূল পর্যায়ের ক্রিকেটারদের গড়ে তোলার প্রতিষ্ঠান হিসেবে ক্যাপিটাল কিডস ক্রিকেটের সুনাম রয়েছে। লন্ডন ভিত্তিক এই প্রতিষ্ঠানের মাধ্যমে ক্ষুদে ক্রিকেটারদের ক্রিকেটের হাতেখড়ি হয়। ইংল্যান্ডের ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন তামিম ইকবাল।

ইংল্যান্ডের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ততা প্রকাশ করেছেন বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল খান। সম্প্রতি ইংল্যান্ড সফরে ক্যাপিটাল কিডস ক্রিকেটের সাথে আনুষ্ঠানিকভাবে জড়িত হয়েছেন তিনি।

লর্ডসে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে ইংল্যান্ড সফর করেছিলেন তিনি। নিজের টুইটার অ্যাকাউন্টে তামিম ইকবাল জানিয়েছেন,

‘ক্যাপিটাল কিডস ক্রিকেটের অ্যাম্বাসেডর হিসেবে আমার সমর্থন জানাই। তৃণমূল পর্যায়ের ক্রিকেটের জন্য এটি খুবই ভালো উদ্যোগ।’

২৮ বছর ধরে এই প্রতিষ্ঠানটি ক্রিকেটের স্বার্থে কাজ করে আসছে। ছোটদের শুধু ক্রিকেটার হিসেবে গড়ে তোলা নয়, একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে ক্যাপিটাল কিডস ক্রিকেট।

এই প্রতিষ্ঠানের কোচের দায়িত্ব আছেন বাংলাদেশি কোচ শহিদুল ইসলাম রতন। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) লেভেল থ্রি কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

এর আগে ২০০৪ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ কোচ ছিলেন তিনি। মালয়েশিয়া ক্রিকেটেও কাজ করার অভিজ্ঞতা আছে তার। বিশ্বকাপে মালয়েশিয়া যুব দলের কোচ হিসেবে কাজ করেছেন শহিদুল ইসলাম রতন।

নিউজ ডেস্ক :
আপডেট, বাংলাদেশ সময় ৩:৩০ পি.এম, ২ জুন২০১৮,শনিবার
কে.এইচ

Share