ইংরেজি বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেনের আয়োজনে ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জানুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর রোটারি ভবন মিলনায়তনে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরশাদ উদ্দিন।

তিনি বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে, আমাদের সন্তানদের বাংলা ভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজিতেও দক্ষ এবং পারদর্শী হয়ে উঠতে হবে। ইংরেজিতে শুদ্ধ উচ্চারণ এবং হাতের লেখায় দক্ষতা অর্জন করতে হবে। আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেনের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বর্ণাক্ষরে হাতে লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। যা প্রশংসা দাবি রাখে।

তিনি আরও বলেন, আমরা মনে করি এটি একটি সময়োপযোগী আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানদের মাঝে ইংরেজি লেখার ভীতি দূর হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে সুস্থ প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আপন কিডস এন্ড অ্যাডভান্স স্পোকেনের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা জিতু মিয়া বেপারী, রোটারিয়ান মাসুদ হাসান, সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাস, আপন কিডস স্পোকেন -এর মেন্টর ওয়ালী উল্লাহ, আপনের সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতি, রোটারিয়ান নাজমুল আসিফ নিশু প্রমুখ।
আপনের সদস্য তাসফিয়া সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থী তাদের শিক্ষক, অভিভাবক এবং বিচারক মন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনটি বিভাগে অনুষ্ঠিত এ ইংরেজি বানান প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় ফেরি থেকে ১০ম শ্রেণীর ৭ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আপন কিডস স্পোকেন সেন্টারের মেন্টর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ। প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয় শিক্ষার্থীদের ক্রেস্ট এবং সনদ প্রদান করা হয়। একই সাথে বিচারক মন্ডলী এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

আয়োজনের সহযোগিতায় ছিলো ফেমাস ডেন্টাল কেয়ার।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৩ জানুয়ারি ২০২৪

Share