আপন কিডস স্পোকেন সেন্টারের আয়োজনে এবং ফেমাস ডেন্টাল কেয়ারের সহযোগিতায় ইংরেজি বর্ণাক্ষরে শুদ্ধ বানান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ নভেম্বরের শুক্রবার সকালে চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা ভবনের ৪থ তলায় আপন কিডস স্পোকেন সেন্টারে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চাঁদপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, আপন কিডস স্পোকেন সেন্টারের মেন্টর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ।
প্রতিযোগিতার শেষে সকল অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিচারকবৃন্দ এবং প্রতিযোগিতা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান, আপন কিডস স্পোকেন সেন্টারের ফাউন্ডার ও প্রেসিডেন্ট রোটারিয়ান ডাক্তার রাশেদা আক্তার।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যাপক প্রফেসর আলমগীর হোসেন বাহার, সামাজিক সংগঠন আপনের উপদেষ্টা রোটারিয়ান মাসুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান আশরাফুল আরিফ, সাধারণ সম্পাদক আশিক বিন রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক সিত্তুল মুনা চৈতী, ইন্টারেক্ট ইসহাক ও অর্ঘ্য প্রমূখ।
আয়োজকরা জানান, আপন স্পোকেন ইংলিশ সেন্টার শিশু-কিশোরদের বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আজকে চাঁদপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শধিক শিক্ষার্থীদের নিয়ে ইংরেজি বর্ণাক্ষরে হাতে লেখা প্রতিযোগিতার আয়োজন করেছে। আমরা মনে করি এটি সময়োপযোগী সিদ্ধান্ত এবং আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে আমাদের সন্তানদের মাঝে ইংরেজি লেখার ভীতি দূর হবে।
আয়োজকরা বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে হলে আমাদের নতুন প্রজন্মকে মাতৃভাষার পাশাপাশি আন্তর্জাতিক ভাষাতেও দক্ষ করে তুলতে হবে। সে কাজটি একেবারে শেকড় থেকে শুরু করেছে আপন স্পোকেন ইংলিশ সেন্টার। আমরা এই আয়োজন সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
প্রতিবেদক: আশিক বিন রহিম/
১২ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur