চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল ‘ইঁদুর নিধন অভিযান ২০১৭’ উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘ ইদুর বছরে দেশের ৫৪ লাখ মানুষের খাবার নষ্ট করে। তাই ইঁদুর নিধনে সকলকে সচেতন হতে হবে। প্রতি বছর সরকার ইঁদুর নিধন অভিযানের জন্যে কর্মসূচি ঘোষণা করেন। সে ঘোষণা বাস্তবায়রের জন্যে উপ-সহকারী কৃষি অফিসারদের মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করতে হবে।’
তিনি আরো বলেন, ‘ ইঁদুর শুধু আমাদের ফসলই নষ্ট করেনা ; ঘরের ভেতরে রাখা জামা কাপড়, আসবাব পত্রও নষ্ট করে। ইঁদুর উপকারের চেয়ে আমাদের জনজীবনে অনেক ক্ষতি করে। কাঁচা রাস্তাগুলোকেও ইঁদুর নষ্ট করে চলছে। প্রতিনিয়তই ইঁদুরের কুফল আমাদের জনজীবনে রয়েছে। তাই ইঁদুর নিধনের জন্যে সকলকেই সচেতন হতে হবে।’
চাঁদপুরে ‘ইঁদুর নিধন অভিযান ২০১৭’ উদ্ধোধন করেন বুুধবার ১১ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আলী আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কৃষি অফিসার আ.মান্নান মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,উপজেলা নিবার্হী অফিসার কানিজ ফাতেমা, কৃষিবিদ খাইরুল ইসলাম, কৃষক মিজানুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মো.মনিরজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোনআন থেকে তেওলায়াত পাঠ করেন মো. শাহ আলম।
এসময় জেলা ও উপজেলার কৃষি কর্মকর্তা ও বিভিন্ন স্থান থেকে আগত কৃষকগণ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক :আনোয়ারুল হ্ক
আপডেট,বাংলাদেশ সময় ৮:১০ পিএম,১১ অক্টোবর ২০১৭,বুধবার