জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২১ আগামিকাল ১৬ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক চাঁদপুরের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হবে। ১১ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত এ অভিযান অব্যাহত খাকবে ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুরের মান্যবর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
সভায় সভাপতিত্ব করেন করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.জালাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানের ইঁদুর উপস্থাপনায় উপজেলাকে পুরস্কৃত করার ব্যবস্থা করা হয়েছে।
প্রসঙ্গত, বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এ দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি। আমাদের মোট জনসংখ্যার শতকরা ৮০ ভাগ এর ৬০ ভাগ জনশক্তি কৃষিতে নিয়োজিত। বর্তমান সরকার কৃষক ও কৃষি বান্ধব সরকার।
কৃষকদের উৎপাদিত ফসলের একটি বিরাট অংশ ইঁদুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। যে পরিমাণ খাবার খায় তার চেয়ে বেশি নষ্ট করে। আমাদের বাসা বাড়ির আসবাবপত্র, যন্ত্রপাতি, কাপড়-চোপড়, বিছানাপত্র ও কাগজ ইত্যাদি কাটাকুটি করে। এরা আমাদের প্রচুর ক্ষতি করে। ইঁদুর বছরে প্রায় সাত লাখ মে. টন খাদ্য নষ্ট করে থাকে ।
ইঁদুর স্তন্যপায়ী প্রাণী। ক্ষতিকর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে ইঁদুর মানুষের প্রধান শত্রু। গ্রামীণ মানুষের জীবন ও জীবিকার উপর ক্ষতিকর প্রভাব পড়েছে।
এছাড়াও রেললাইন, জাহাজ, অফিস-আদালত,মাতৃসদন,সেচ-নালায় ইঁদুরের বিচরণ রয়েছে। মানুষ ও পশুপাখির মধ্যে জন্ডিস, টাইফয়েড,চর্মরোগসহ ৬০ প্রকার রোগ জীবাণুর বাহক ও বিস্তারকারী।
বাংলাদেশে আমন ধানের মেীসুমে শতকরা ৫ থেকে ৭ ভাগ,গম ৪ থেকে ৫ ভাগ,গোল আলু ৫-৭ ভাগ,৬ থেকে ৭ ভাগ আনারস নষ্ট করে। গুদামজাত শস্যের বছরে ৭ লাখ মে.টন দানাদার খাদ্যশস্য নষ্ট করে।
ইঁদুরের জীবনচক্রে সম্পর্কে জানা যায়-ইঁদুর স্তন্যপায়ী ও সর্বভুক নিশাচর প্রাণী। ইঁদুর ফসলের জন্য ক্ষতিকর স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে মানুষের প্রধান শত্রু। বাংলাদেশে এগারো প্রজাতির ইঁদুর রয়েছে। এদের সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারা আমাদের বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ১৯৮৩ সাল থেকে ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে আসছে।
আবদুল গনি , ১৫ অক্টোবর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur