সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, আওয়ামী লীগ গত ১৫ বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনতেই হবে।
শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজ মাঠে প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এ্যালামনাই ফাউন্ডেশনের সংবর্ধনা, বৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসকল কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের সময় আমরা নকল বন্ধ করে দিয়েছি। নকল বন্ধ করার কারনে তখনকার মেধাবী শিক্ষার্থীরা এখন সচিবালয়সহ বিভিন্ন দপ্তরে দাপিয়ে বেড়াচ্ছেন। দেশের শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। একটি শিক্ষা কমিশন দরকার। অন্তর্বতীকালীন সরকার শিক্ষা সংস্কার কমিশন করেছেন। এটা ভালো উদ্দ্যোগ। চান্দ্রা ইমাম আলী স্কুল এন্ড কলেজের এ প্রোগ্রামে আসতে পেরে অনেক আনন্দিত হয়েছি।
বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে বৃত্তি পুরষ্কার তুলে দেন তিনি।
এ্যালামনাই ফাউন্ডেশন সভাপতি ডাঃ মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ ইউনুস তালুকদার রাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম সচিব হাবিবুর রহমান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ মাহবুবুর রহমান,এ্যালামনাই ফাউন্ডেশনের সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার, মোঃ লুৎফর রহমান মুন্সি, আহবায়ক মোঃ রফিকুল ইসলাম কাঞ্চন প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুক ইসলাম পাটওয়ারী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানাসহ চান্দ্রা ইমাম স্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্টাফ করেসপনেডট, ৩ জানুয়ারি২০২৪