মতলব উত্তর

ছেংগারচর পৌর নির্বাচনে আ.লীগের সম্ভাব্য মেয়র প্রার্থী ১১

চাঁদপুর মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামী লীগের বর্ধিত সভায় ছেংগারচর পৌরসভা নির্বাচনের আ’লীগের নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র পদে ১১ প্রার্থীর জীবন বৃত্তান্ত (সিভি) জমা দেওয়া হয়েছে।

৫ ডিসেম্বর শনিবার ছেংগারচর পৌর আওয়ামী লীগের বর্ধিত অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা আ’লীগের নিদের্শনায় ছেংগারচর পৌরসভার আ’লীগের সম্ভাব্য মেয়র প্রার্থীদের সিভি জমা দেওয়ার লক্ষ্যে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী।

ছেংগারচর পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান আহম্মেদ রতন ফরাজীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন- মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম রুহুল মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরকার আবুল কালাম আজাদ, সদস্য আল মাহমুদ টিটু মোল্লা, আনিসুর রহমান, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান, গুলশান থানা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর আওয়ামীলীগের সদস্য আতিকুর রহমান আতিক, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার প্রমূখ। সভায় ছেংগারচর পৌর আ’লীগের ৯টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত বর্ধিত সভায় আসন্ন ছেংগারচর পৌরসভার নির্বাচনের মেয়র পদে আ’লীগের মনোনয়ন প্রত্যাশী ১১ জন প্রার্থী ছেংগারচর পৌর আ’লীগের কাছে মেয়র প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত জমা দেন। তাঁরা হলেন, মতলব উত্তর উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মোখলেছুর রহমান মাষ্টার, পৌর আ’লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরী, উপজেলা আ’লীগের আহবায়ককমিটির সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক লায়ন আরিফ উল্যাহ সরকার, উপজেলা আ’লীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব আল মাহমুদ টিটু মোল্লা, উপজেলা যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড মহসীন মিয়া মানিক, উপজেলা যুবলীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন মিয়া, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি শিল্পপতি মাহবুবুর রহমান সেলিম, পৌর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান আতিক, উপজেলা আ’লীগের সদ্য সাবেক অর্থ সম্পাদক মিজানুর রহমান, আ’লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী আলা উদ্দিন প্রধান ও পৌর ছাত্রলীগের নেতা ওয়াস কুরুনী খান মুকুল।

প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক,৫ ডিসেম্বর ২০২০

Share