আ.লীগের বিচারের দাবিতে চাঁদপুরে এনসিপি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

চাঁদপুরে এনসিপি প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল
জুলাই গণঅভ্যুত্থানের অগ্রনায়ক জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা সহ জাতীয় নেতৃবৃন্দকে অপমানিত করার প্রতিবাদে এবং পতিত ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগের বিচারের দাবিতে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- চাঁদপুর জেলা কর্তৃক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনু্ষ্ঠিত হয়।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় শহরের বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালিবাড়ি বাইতুল আমিন চত্বরে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবি জানায় এবং ইন্টেরিমের নিরাপত্তা গাফিলতির কারণে এমন ঘটনা ঘটেছে বললে বলে সমালোচনা করেন। বক্তারা সকল জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আহ্বান জানানো হয়।

জাতীয় নাগরিক পার্টির চাঁদপুর জেলার প্রধান সমন্বয়ক মাহবুব আলমের সভাপতিত্বে ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ চাঁদপুরের সংগঠক সাগর হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির সদর উপজেলার প্রধান সমন্বয়কারী ও চাঁদপুর জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী তামিম খান, জাতীয় নাগরিক পার্টির জেলার যুগ্ম সমন্বয়কারী সাইফুর রহমান গাজী,হাইমচর উপজেলা জেলার প্রধান সমন্বয়ক মোখলেসুর রহমান মুকুল,কচুয়া উপজেলার প্রধান সমন্বয় তাফাজ্জল হোসেন।

এছাড়াও প্রোগ্রামে মৌন সমর্থন জানিয়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও চাঁদপুর-৩ আসনে জিওপি থেকে মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক মো.জাকির হোসেন,যুগ্ম সদস্য সচিব
সামিউল প্রধানসহ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি /২৩ সেপ্টেম্বর ২০২৫