Home / চাঁদপুর / ‘আ.লীগের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল আইনে মামলা’
ডিজিটাল আইনে

‘আ.লীগের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই ডিজিটাল আইনে মামলা’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সুনামগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ওসমাবেশ করেছে চাঁদপুরে জেলা স্বেচ্ছাসেবক দল।

২৫ মার্চ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের নেতৃত্বে চাঁদপুর প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর জেলা বিএনপি কার্যালয়ের কাছাকাছি আসলে পুলিশ তাতে বাঁধা প্রদান করে। পরে পুলিশের বাঁধা ভেঙ্গে নেতা-কর্মীরা মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ের প্রাঙ্গনে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

পরে জেলা স্বেচ্ছাসেদক দলের সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েলের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোলায়মান ঢালীর পরিচালায় এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের

যুগ্ম-আহ্বায়ক মেরাজ আহমেদ চোকদার, ইখতিয়ার উ‌দ্দিন শিশু, মাসুদ মাঝি, কামরুজ্জামান হাসানাত, খোকন মিজি, শামছুল আলম সূর্য, সামছুল আরেফিন খান, ইয়াকুব বিন ছায়েদ লিটন, মো. অ‌লি আহমেদ। এছাড়া বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন বাচ্চু।

বিক্ষোভ কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

বক্তারা বলেন, জনতার ভোট ছাড়া গঠিত আওয়ামী লীগের শাসন-শোষণ, নির্যাতন নিপিড়িন লাগামহীন হয়ে উঠেছে। তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলায় সুনামগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। তাই অবিলম্বে এ আইন বাতিল করার দাবি জানাচ্ছি।

বক্তারা আরো বলেন, ঢাকায় আন্দোলন শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশে সে আন্দোলনের ঢেউ উঠেছে। চাঁদপুরে শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে। সেই আন্দোলনে শহীদ জিয়ার আদর্শের সৈনিক সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার অহ্বান করছি।

প্রতিবেদকঃআশিক বিন রহিম,২৫ মার্চ ২০২১