আ ন ম এহসানুল হক মিলনের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত সম্ভাব্য প্রার্থীদের তালিকায় নাম আসায় মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা আ ন ম এহছানুল হক মিলন।

তবে এহসানুল হক মিলনের আনন্দ মিছিল’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছেন তিনি।

ডা. মিলন বলেন, ‘আনন্দ মিছিল’ আয়োজনের যে খবর প্রকাশিত হয়েছে, তার কোনো বাস্তব ভিত্তি নেই। তিনি স্পষ্টভাবে জানান, ‘আমি এ ধরনের কোনো কর্মসূচি বা মিছিলে যুক্ত ছিলাম না, নই এবং হবোও না।’

তিনি আরও বলেন, ‘আমি শুধুমাত্র বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম আসায় মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করেছি। পাশাপাশি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছি — যা একটি আধ্যাত্মিক কৃতজ্ঞতা প্রকাশ মাত্র, কোনো রাজনৈতিক কর্মসূচি নয়।’

উল্লেখ্য, সম্প্রতি বিএনপি ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এই তালিকায় সাবেক প্রতিমন্ত্রী ডা. এহসানুল হক মিলনের নামও রয়েছে।

নিজস্ব প্রতিবেদক/
৪ নভেম্বর ২০২৫