হাইমচরে অসহায় আয়েশা বেগমকে টিন ও চেক হস্তান্তর

হাইমচর উপজেলার মেঘনার পাড়ে মাটি ভাড়া নিয়ে বসবাস করা বৃদ্ধ অসহায় আয়েশা বেগমকে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে নগদ ছয় হাজার টাকার চেক ও দুই বান টিন হস্তান্তর করেছেন উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী।

সোমবার বেলা ১১টায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদের ব্যবস্থাপনায়  তাঁর বসবাসরত বাড়ীতে পৌঁছে দেওয়া হয়।

দৈনিক শপথ পত্রিকায় ৫০০ টাকায় মাটি ভাড়া নিয়ে বসবাস করা আয়েশা বেগমের প্রতিবেদনটি প্রকাশিত হলে চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস মহোদয়ের দৃষ্টি গোচরে আসেন, গত ১৯ মার্চ আয়েশা বেগমকে জেলা প্রশাসক কার্যালয়ে আসার কথা বলা হয় এবং জেলা প্রশাসক তাঁর অসহায়ত্বের কথা শুনেন, পরে বিবি আয়শা বেগম তাকে পেয়ে অনেকটা আবেগাপ্লুত হয়ে যায়।

এসময়, উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন, আমরা জেলা প্রশাসক কার্যালয়ের নির্দেশে অসহায় বিবি আয়েশা বেগম কে তার পুরাতন ঘর মেরামতের জন্য ৬ হাজার টাকা দুই বান টিন ও প্রধামন্রীর দেওয়া খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, পরে তিনি সরকারি যেকোনো সহযোগিতার আশ্বাস দিয়ে থাকেন।

প্রতিবেদকঃ মো. ইসমাইল

Share