Thursday, May 07, 2015 12:16:04 AM
নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ ৪০ বছর প্রতীক্ষার পর বাংলাদেশ-ভারত স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য বিল পাস কররো ভারত। বুধবার দেশটির রাজ্যসভায় বিলটি পাস হয়েছে। এদিকে বিলটি পাস হওয়ায় ভারতসহ সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ।
ভারতের রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যে ছিটমহল বিনিময়ের বড় বাধা দূর হলো। এখন বিলটি দেশটির লোকসভায় উপস্থাপনের অপেক্ষা। লোকসভার অনুমোদনের পর দুই দেশের ছিটমহল বিনিময়ে আর কোনো বাধা থাকবে না।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বুধবা সাংবাদিকদের বলেন, ভারতের রাজ্যসভায় বিলটি পাস হওয়ায় স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নের বড় বাধা কেটে গেল। এ জন্য ভারত এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ। আশা করছি, চূড়ান্তভাবে এই চুক্তিটি বাস্তবায়ন করতে সামনের প্রক্রিয়াগুলো সহজেই সমাধান হয়ে যাবে।
তিনি আরো বলেন, স্থলসীমান্ত সংলগ্ন দুই দেশের নাগরিকরাই এতদিন তাদের অধিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন থেকে তারা অধিকার ফিরে পাবেন।
উল্লেখ্য, ছিটমহল বিনিময় হলে ভারত পাবে ৭ হাজার একর জমি এবং বাংলাদেশ পাবে প্রায় ১০ হাজার একর জমি।
চাঁদপুর টাইমস : এমআরআর/2015
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন :