এ বছরও আয়কর মেলার আয়োজন করছে না জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে, করদাতারা সারা দেশের ৬৪৯টি কর অফিসে গিয়ে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। পুরো নভেম্বর মাসজুড়ে থাকছে এ সুবিধা।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এনবিআর জানিয়েছে, দেশের সবগুলো কর অফিসে ১ নভেম্বর থেকে বুথ খোলা হবে। ৩০ নভেম্বর পর্যন্ত সেখানে জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।
সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম বলেন, ‘দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে অফিস চলাকালে আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।’
রিটার্ন জমার পর বুথ থেকে করদাতাদের রিটার্ন জমার রশিদও দেওয়া হবে বলে জানান তিনি।এসব বুথ থেকে করদাতারা ইলেকট্রনিকভাবে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) নিবন্ধন ও পুননিবন্ধনের সুযোগ পাবেন।
ঢাকা চীফ ব্যুরো, ২৬ অক্টোবর, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur