বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন হয়েছে। চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পৌর গোরস্থানের সামনে একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এ কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
৬ জুন রোববার বিকেলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে চাঁদের আলোর মতোই উজ্জ্বল হবে সুন্নীয়ত। সেভাবেই সকলকে কাজ করতে হবে। শুধুমাত্র খানকাহ্ভিত্তিক দর্শন নিয়ে কাজ করলে সুন্নীয়তকে সমৃদ্ধ করা সম্ভব নয়। এজন্যে প্রয়োজন সাংগঠনিক কাঠামো। আর সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার জন্যে দরকার একদল নিবেদিতপ্রাণ কর্মী বাহিনী। যারা সকল কিছুর ঊর্ধ্বে ওঠে সংগঠনকে সময় দিবে।
তিনি আরও বলেন, চাঁদপুরের আনাচে-কানাচে অনেক সুন্নী-পীর-মাশায়েখের দরবার রয়েছে। তাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কাউকে ছোট করে কোথাও উপস্থাপন করা যাবে না। সকল স্থানে সহনশীল মানসিকতা নিয়ে কাজ করা সময়ের দাবি। নিজেকে বড় কিছু উপস্থাপনের মাঝে কৃতিত্ব নেই। আল্লাহ ও রাসূলের গোলামীর মাঝেই রয়েছে কৃতিত্ব।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আল্লামা মোশারফ হোসেন হেলালী ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী।
বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতী আবুল হাশেম শাহ্ মিয়াজীর সঞ্চালনায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী।
বক্তব্য রাখেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর জেলার উপদেষ্টা পীরজাদা মাহফুজ উল্লাহ্, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামছুদ্দোহা, সহ-সভাপতি সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, অ্যাডঃ ইমদাদুল হক পাটওয়ারী, অধ্যক্ষ মফিজুল ইসলাম আল আবেদী, অধ্যক্ষ মোহাম্মদ আলী নক্সবন্দী, মুহাদ্দিস আল্লামা রফিকুল ইসলাম হেলালী, মুহাদ্দিস মাসউদ হোসাইন চাঁদপুরী, অধ্যাপক আনিসুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক খাজা জুবাইর আল মাহমুদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ আবুল বাশার প্রধানীয়া, সদস্য মাওলানা আনিসুর রহমান মাক্কী প্রমুখ।
বক্তারা জেলার সকল উপজেলায় সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
স্টাফ করেসপন্ডেট