চাঁদপুর সদর ইউএনও’র আহবান

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজ তারঁ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাষ্ট্যাসে জানান,আগামি ৭ আগষ্ট থেকে চাঁদপুর সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে একযোগে ৩ দিনব্যাপি কোভিড-১৯ এর ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন শুরু হবে।

প্রতিদিন ৬শ জন করে প্রতিটি ইউনিয়নে এ পর্যায়ে ১৮০০ জনকে টিকা দেয়া হবে। ইউনিয়ন পর্যায়ে টিকা প্রদানের ক্ষেত্রে মহিলা এবং বয়স্কদের প্রাধান্য দেয়া হবে।

সংশ্লিষ্ট সবাইকে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ডের একটি কপি প্রিন্ট করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বার এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

রেজিষ্ট্রেশন সংক্রান্ত সহযোগিতার জন্যে ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বারগণ এর সাথে যোগাযোগ এর পরামর্শ দেয়া হলো।

টিকাদান কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা একান্ত কাম্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ তথ্য গতকাল নিশ্চিত করেন চাঁদপুর সদর উপজেলা নিবাহী অফিসার সানজিদা শাহনাজ ।

বার্তা কক্ষ, ৩ আগস্ট ২০২১
এজি

Share